শুক্রবার ● ৯ অক্টোবর ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে খাগড়াছড়ি ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে খাগড়াছড়ি ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: সারাদেশে নারী নির্যাতন-ধর্ষণ,নারীর প্রতি বর্বরতা এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন খাগড়াছড়ি শাখা।
আজ শুক্রবার ৯ অক্টোবর জুমার নামাজের পর খাগড়াছড়ি কোর্ট জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে এক সমাবেশে মিলিত হয়।
জেলা শাখার সভাপতি ডাঃমিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা না থাকার কারণে হত্যা, ধর্ষণ এবং লোমহর্ষক নারী নির্যাতনের ঘটনা ঘটছে।
সারাদেশে নারী ধর্ষনের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।
সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি কওমি মাদ্রাসা ও ওলামাঐক্য পরিষদের সদর উপজেলা সভাপতি মাওলানা নুরুল কবির আরমান, মুজাহিদ কমিটি জেলা শাখার সাধারণ সম্পাদক ডঃআনোয়ার হুসেইন, ইসলামী আন্দোলন জেলা শাখা সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ মামুনুর রশীদ, জেলা সেক্রেটারী মাওলানা দেলোয়ার হোসেন ,জেলা আই এ বি নেতা ইব্রাহিম খলিল, ইসলামী শ্রমিক আন্দোলন শাখার জেলার সাবেক সভাপতি আঃজব্বার গাজি, সাধারণ সম্পাদক মুহাম্মদ আল আমিন, যুব নেতা মাওলানা আলী হোসেন কারিমী, ইশা ছাত্র আন্দোলন জেলা সভাপতি মুহাম্মদ নেছার উদ্দিন প্রমুখ।