শনিবার ● ১০ অক্টোবর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালী থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত
কাউখালী থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত
কাউখালী প্রতিনিধি :: কাউখালী থানা পুলিশের উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানা যায়।
কাউখালী থানা পুলিশের গত কয়েক দিনের মাদক বিরোধী অভিযানে বেশ কিছু মাদক উদ্বার ও মাদক পাচার, মাদক গ্রহনকারীকে আটকের খবর পাওয়া যায়। তার মধ্যে গত ৬ অক্টোবর রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেতবুনিয়া রাবার বাগান ফরেনার চেক পোষ্টে যাত্রী বাহী বাস হতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ১ জনকে ৫ লিটার মদ সহ আটক করেন।
আটককৃত ব্যাক্তি হলেন মো. মজিব মিয়া (৩০), পিতা মো. গোলাপ মিয়া, সাং সালাম পুর, কালাপ্যাকুজ্যা, লংগদু রাঙামাটি।
এ ব্যাপারে কাউখালী থানায় মাদক আইনে মামলা হয়। মামলা নং ৪,তারিখ ৬ অক্টোম্বর-২০২০। আইও এসআই মো. সিরাজুল ইসলাম। আটক কৃত কে পুলিশ রাঙামাটি জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করেন পরে জেলা কারাগারে প্রেরণ করা হয়। একই দিনে কাউখালী থানার ৩নং ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া বাজার হতে স্বামী, স্ত্রী ২জনকে ৯ লিটার ছোলাই মদ সহ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আটক করেন।
আটক কৃতরা হলেন মো. আলী মিয়া প্রকাশ টুনু কসাই (৬০),পিতা মৃত আমানত আলী, তার স্ত্রী নুরজাহান বেগম (৫০) উভয় সাং ৮ নং ঘাগড়া বাজার, কাউখালী,রাঙামাটি। তাদের সংগে থাকা আরেকজন শুউরী মারমা (৩৮) স্বামী, অজ্ঞাত সাং মুরলী পাড়া,কাপ্তাই রাঙামাটি। সে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ ব্যপারে কাউখালী থানায় মাদক আইনে মামলা হয়। মামলা নং ৩ তারিখ ৬ অকেটাম্বর,আইও এসআই মো. ছালাম। আটক কৃত ২জন কে রাঙামাটি জেলা ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করেন পরে কারাগারে পাঠানো হয়। গত ৭ অক্টোবর বেতবুনিয়া রাবার বাগান ফরেনার চেক পোষ্ট পুলিশের আইসি মো. ফারুকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মুখী যাত্রী বাহি বাস হতে ৮ লিটার ছোলাই মদ সহ ১ জন কে আটক করেন। আটক কৃত ব্যাক্তি হলেন কালু মিয়া (৫৬) পিতা মৃত আব্দুর রশিদ,সাং আসদার দেওয়ানজি বাড়ি, ফরিদ গন্জ, চাদঁপুর।
এ ব্যাপারে কাউখালী থানায় মাদক আইনে মামলা হয়। মামলা নং ৫,তারিখ ৭ অক্টোম্বর-২০২০। আইও এসআই মো. হাসান উদ্দিন।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদ উল্লা পিপিএম বলেন, মাদকের ব্যাপারে কোন কম্প্রমাইজ নয়। এ অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন গত সেপ্টেম্বর-২০২০ মাসে কাউখালী থানার বিভিন্ন এলাকা হতে বিপুল পরিমাণ ছোলাই মদ উদ্বার সহ বেশ কিছু লোকজন কে আটক করা হয়। এ ব্যাপারে গত সেপ্টেম্বর-২০২০ মাসে কাউখালী থানায় অন্তত ৮টি মাদক মামলা রুজু করা হয়।
তিনি আরো বলেন কাউখালী থানার অর্ন্তগত ঘাগড়া বাজার, ঘাগড়া, বেতবুনিয়া, আদর্শগ্রাম, সুগারমিল, মন্রা টেক, মনাইপাড়া, মগাই্ছড়ি, কচুখালী, পোয়াপাড়া এলাকা হতে দির্ঘদিন যাবত মাদক পাচাঁর হয়ে আসছে বলে শুনেছি। সেহুতু আমরা এসব এলাকাগুলিতে পুলিশি টহল জোরদার করেছি এবং পাশাপাশি আমাদের পুলিশি কার্য্যক্রম অব্যাহত রেখেছি এবং মাদকের ব্যাপারে জিরো টলারেন্সে পৌছাতে চান বলে তিনি জানান।
এ ব্যাপারে কাউখালী উপজেলার সচেতন মহল মনে করেন পুলিশি কার্যক্রম জোরদার হলে এবং এ ব্যাপারে পুলিশ এবং প্রশাসন কঠোর অবস্থানে থাকলে অবশ্যই মাদকের কালো ছোঁবল হতে যুব সমাজকে কিছুটা হলেও মুক্ত রাখা যাবে বলে সংশ্লিষ্ট মহল মনে করেন।