শুক্রবার ● ১৯ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুর আইনজীবি সমিতির নির্বাচন সম্পন্ন
গাজীপুর আইনজীবি সমিতির নির্বাচন সম্পন্ন
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৯ ফেব্রুয়ারী ২০১৬: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩৪ মিঃ) গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ (বিএনপি সমর্থিত) নীল প্যানেলের প্রার্থী ডক্টর মোঃ সহিদউজ্জামান বিজয়ী হয়েছেন৷ আর ২১ টি পদের ২০ টিতেই সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (আওয়ামী লীগ সমর্থিত) সাদা প্যানেল বিজয়ী হয়৷
১৯ ফেব্রুয়ারি শুক্রবার সকালে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার গাজীপুর জজ কোর্টের আইনজীবী মোঃ আব্দুস ছালাম৷
এর আগে ১৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ২১টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়৷ বিপুল উত্সাহ-উদ্দীপনায় ১৩০৯ জন ভোটারের মধ্যে ১২০১ জন ভোট প্রদান করেন৷ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত ও বিএনপি সমর্থিত দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে৷
নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত প্রার্থী ডঃ মোঃ সহিদউজ্জামান ৬৬ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন৷ তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সুদীপ কুমার চক্রবর্তী৷ সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এমরান হোসেন৷ তার প্রতিদ্বন্দ্বি ছিলেন বিএনপি সমর্থিত প্রার্থী মনজুর মোর্শেদ প্রিন্স৷
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে বিজয়ীরা হলেন- সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম ও জেবুন্নেছা মিনা, সহ-সাধারণ সম্পাদক মোঃ বরকত আলী অভি, কোষাধক্ষ্য মো. শহীদুল ইসলাম, লাইব্রেরি সম্পাদক ফরিদ ভূইয়া, অডিটর মো. সামসুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক আবুল কাশেম মো. মাসুদ, সদস্য মোঃ ইকবাল হোসেন, মোঃ ওমর ফারুক, শাহ মোঃ জহিরুল ইসলাম লিখন, ফাতেমা বেগম, মোঃ ইকবাল হোসেন, ফারুক আহমেদ, ফারহানা খানম, মোঃ আব্দুল মতিন, মোঃ রইছুল আলম মোলস্না, মোঃ শহিদুল ইসলাম, মোঃ আবু সাইদ খান ও সুমি সিকদার৷