শনিবার ● ১০ অক্টোবর ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » নারী ও শিশু ধর্ষণকারিদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করার দাবিতে মাটিরাঙ্গায় মানববন্ধন
নারী ও শিশু ধর্ষণকারিদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করার দাবিতে মাটিরাঙ্গায় মানববন্ধন
অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি :: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নোয়াখালী ও সিলেটসহ সারাদেশে চলমান নারী ধর্ষণ, নির্যাতন ও সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মাটিরাঙ্গা ও খাগড়াছড়ি জেলার বিভিন্ন ইসলামি সংগঠন।
গতকাল শুক্রবার জুম্মার নামাযের পর মাটিরাঙ্গা বাজারের প্রধান সড়কের পাশে দাড়িয়ে প্রায় অর্ধঘন্টা ব্যপী এই মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা। প্রায় সহ্রাধিক মুসল্লীর অংশ গ্রহনে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের সভাপতিত্ব করেন, মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও পেশ ইমাম হারুনুর রশিদ আজিজি।
এতে স্বাগত বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা ইসলাম প্রচার সংস্থার সাধারণ সম্পাদক রহিম উল্যাহ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক মাওলানা ইমরান, কওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদের মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা আখতারুজ্জামান ফারুকী এবং ইমাম ও ওলামা কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা সলিমউল্লাহ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা, ধর্ষনকারীদের সর্বোচ্চ সাজা প্রদানের দাবী জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত আইন প্রনয়ন পুর্বক তা বাস্তবায়নে সংস্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় দেশব্যপী নারী ধর্ষণ, নির্যাতন ও নারীর প্রতি সহিংসতা রোধে প্রশাসনকে আরো কঠোর হওয়ার আহবান জানিয়ে শিশু ধর্ষণকারিদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করার দাবি জানান তারা।
এ সময় বক্তারা আরো বলেন, ধর্ষণে উদ্বুদ্ধ হয় এমন সকল নাটক, সিনেমা ও পর্নোগ্রাফি বন্ধ, নারীর নিরাপত্তায় রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ ও ধর্ষন অপরাধের সাথে যুক্ত সকলকে ইসলামিক আইনে শাস্তি দিতে হবে।
মানবন্ধনে মাটিরাঙ্গা পৌর কৃষকলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন ভুইয়া, মাটিরাঙ্গা পৌর কৃষকলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, সাবেক বাজার সেক্রেটারী মোঃ শাহআলম, বর্তমান বাজার সেক্রেটারী সোহাগ মজুমদারসহ বিভিন্ন মাটিরাঙ্গা বাজারের ব্যবসা প্রতিষ্ঠান প্রদান ও সর্বস্তরের জনতা অংশ গ্রহন করেন।