রবিবার ● ১১ অক্টোবর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাইের রাইখালীতে সন্ত্রাসীদের গুলিতে পিসিজেএসএস সদস্য নিহত
কাপ্তাইের রাইখালীতে সন্ত্রাসীদের গুলিতে পিসিজেএসএস সদস্য নিহত
কাপ্তাই প্রতিনিধি :: রাঙামাটির কাপ্তাইয়ের রাইখালীর কারিগরপাড়ায় সন্ত্রাসীদের গুলিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস-মুল) এর কালেক্টর বসন্ত তনচংগ্যা প্রকাশ দুর্জয় (৩৫) নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। নিহত বসন্ত তনচংগ্যা রাইখালীর ভালুকিয়া পাড়ার মৃত শশধর তনংগ্যার ছেলে। সে পেশায় একজন মোটরসাইকেল চালকও। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, রাইখালীর বালুতলি থেকে ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে কারিগর পাড়া এলাকায় আসলে আজ রবিবার ১১ অক্টোব সকাল সাড়ে ৭টায় অজ্ঞাত ৩জন পাহাড়ি সন্ত্রাসীর গুলিতে ঘটনাস্থলেই নিহত হয় বসন্ত তনচংগ্যা প্রকাশ দূর্জয়। সে পিসিজেএসএসের সমর্থিত ও চাঁদা আদায়কারী বলে তার ভাই জানান। ধারণা করা হচ্ছে অভ্যন্তরীন কোন্দলের কারণে পিসিজেএসএস (মূল দল) সমর্থিত সন্ত্রাসী কর্তৃক হত্যাকান্ডের ঘটনাটি ঘটানো হতে পারে। নিহত বসন্ত তনচংগ্যার মরদেহ ময়নাতদন্তের জন্য আজ রবিবার দুপুরেই রাঙামাটি মর্গে প্রেরণ করা হবে