রবিবার ● ১১ অক্টোবর ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » দিঘীনালায় ২লাখ টাকার হাঁস-মুরগি বিতরণ করেছে পার্বত্য প্রেসক্লাব ও সবুজ পাতা
দিঘীনালায় ২লাখ টাকার হাঁস-মুরগি বিতরণ করেছে পার্বত্য প্রেসক্লাব ও সবুজ পাতা
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির দিঘীনালা বাঁচা-মেরুং এলাকায় অসহায় যুবকদের আর্থ-সামাজিক উন্নয়নে হাঁস-মুরগী বিতরণ করেছে পার্বত্য প্রেসক্লাব ও সবুজ পাতার দেশ পত্রিকা।
৯জন যুবকের মাঝে নিজস্ব অর্থায়নে প্রায় ২লক্ষাধীক টাকার ৭০০হাঁস ও ২০০মুরগী বিতরণ করা হয়।
আজ রবিবার ১১অক্টোবর বেলা ১১টায় বি-বাড়িয়া পাড়া জামে মসজিদের সামনে এক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দরিদ্র ও দুস্থ যুবকদের মাঝে এসব বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিঘীনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো. কাশেম। তিনি বলেন পার্বত্য প্রেসক্লাবের এ মহৎ উদ্যোগ যুবকদের স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে জীবনযাত্রার মানোন্নয়নে পুষ্টি, আমিষের চাহিদা পূরণ এবং আর্থ-সামাজিক উন্নয়নে এসব বিতরণ বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। আপনাদের এ কাজ গুলাই হচ্ছে ভালো কাজ। এ কর্মসূচি অব্যাহত থাকলে এলাকায় অভাব অনটন দূরীভূত হওয়া সম্ভব। তিনি এটা কোন লোক দেখানো কোন কর্মসূচী নয়। যাদেরকে এ সহযোগিতা দেয়া হচ্ছে তাদেরকে মনিটরিং করা দরকার। তিনি কৃষকদের হাঁস-মুরগি পালনে খাদ্য সামগ্রী সহায়তায় আর্থিক সহযোগীতা প্রদানে আশ্বাস দিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন, দীঘিনালা উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মো. শফি, খাগড়াছড়ি পার্বত্য প্রেসক্লাবের সভাপতি দেব প্রসাদ ত্রিপুরা, সেক্রেটারী ও সবুজ পাতার দেশ পত্রিকার সম্পাদক মো. জুলহাস, পার্বত্য প্রেসক্লাবের অর্থ-সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সদস্য বকুল বিকাশ ত্রিপুরা, সাংবাদিক মো. সোহেল রানা, বি-বাড়িয়া পাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নুর মোহাম্মদ প্রমূখ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ।
দীঘিনালা চোংড়াছড়ির প্রতিবন্ধী মো: আব্দুর রহিম ১০০হাঁস-মুরগি পেয়ে অত্যন্ত খুশি হয়ে বলেন, সাংবাদিক ভাইয়েরা যে হাঁস-মুরগি দিয়েছেন তা দিয়ে আমি যে আয় করতে পারবো তা দিয়ে আমি বিবাহ করে বউ নিয়ে আমার পরিবারের ভোরণ-পোষন করতে পারবো বলে আশা করি।
বাঁচা মেরুং এলাকার সনজিতা চাকমা, স্বামী বিশ্ব কান্তি চাকমা বলেন, আমরা গরীব অসহায় মানুষ। এ হাঁস-মুরগি গুলো পেয়ে আমরা খুব আনন্দিত। আমাদের সংসারের অভাব অনটন দূর করতে পার্বত্য প্রেসক্লাবের এ সহযোগিতা চিরদিন মনে থাকবে।
উল্লেখ্য, খাগড়াছড়ি পার্বত্য প্রেসক্লাব ও সবুজ পাতার দেশ পত্রিকার জনকল্যাণে এ নিয়োমিত বিতরণ কর্মসূচি নতুন নয়। করোনা পরিস্থিতিতেও জেলার বিভিন্ন এলাকায় অসহায় হত-দরীদ্র কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি এলাকার যুবকদের কর্মসংস্থান কর্মসূচির অংশ হিসেবে জেলা সদরে দৃষ্টি প্রতিবন্ধী আব্দুল কাদেরকে ৩০ হাজার টাকায় কর্মসংস্থান সৃষ্টির জন্য ভ্যান গাড়ি তৈরী করে দেয়া হয়েছে। ৪জন বিধবা মহিলাকে ঘর তৈরী করে দেয়া হয়েছে। ভবিষ্যতেও এ কর্মসূচি চলমান থাকবে।
খাগড়াছড়ি বায়তুশ শরফ প্রাক্তন ছাত্র সংসদের ত্রিবার্ষিক সম্মেলন ও পুণর্মিলনী
খাগড়াছড়ি :: খাগড়াছড়ি বায়তুশ শরফ মাদ্রাসার প্রাক্তন ছাত্র সংসদের ত্রিবার্ষিক সম্মেলন ও প্রাক্তন ছাত্রদের পুণর্মিলনী হয়েছে।
গতকাল শনিবার (১০অক্টোবর) সংগঠনের প্রধান উপদেষ্টা আললহাজ্ব মাওঃ আবু ওসমান এর সভাপতিত্বে বায়তুশ শরফ আদর্শ প্রাক্তন ছাত্র সংসদের ত্রিবার্ষিক সভা ও বার্ষিক পূণর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সভায় পূণরায় মোহাম্মদ নূরুল ইসলাম সভাপতি ও মোহাম্মদ আমিনুল ইসলাম সাধারণ সম্পাদক র্নিবাচিত হয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি বায়তুশ শরফ কমপ্লেক্স এর সভাপতি সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য আলহাজ্ব লিয়াকত আলী চৌধুরী।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি বায়তুশ শরফ কমপ্লেক্স এর সেক্রেটারি ও সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য আলহাজ্ব মো. সেলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য ও গাথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্স এর সম্মানিত সুপার আলহাজ্ব মাওলানা হাফেজ ফোরকান আহমেদ।
বাঘাইছড়ি বায়তুশ শরফ কমপ্লেক্স এর সম্মানিত সুপার আলহাজ্ব সামশুল আলম, রাঙামাটি বায়তুশ শরফের সিনিয়র শিক্ষক আলহাজ্ব সাদুর রশিদ, মাওলানা ছগির ও দেলোয়ার প্রমুখ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি বায়তুশ শরফের সহ-সুপার ও গাথাছড়া বায়তুশ শরফ আদর্শ প্রাক্তন ছাত্র সংসদের সখভাপতি মাওঃ নুরুল ইসলাম সেক্রেটারি মোহাম্মদ নাছির উদ্দিন, সহ-সভাপতি আবু সাঈদ ও তথ্য প্রযুক্তি সম্পাদক এম এ আমিন, বাঘাইছড়ি বায়তুশ শরফ প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি আব্দুল মালেক।
এ ছাড়া সংগঠনের সাবেক দায়িত্বশীল ও সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
অতিথিগণ বলেন, বায়তুশ শরফ একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। তরিকতের ভিত্তিতে কুরআন ও সুন্নাহের আলোকে বায়তুশ শরফের আদর্শ সমুহ বাস্তবায়নে প্রাক্তন ছাত্রদেরকে ভূমিকা রাখতে হবে।