বুধবার ● ১৪ অক্টোবর ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে বিএনপির দলীয় প্রার্থীদের মাঝে মনোনয়নপত্র বিক্রি
খাগড়াছড়িতে বিএনপির দলীয় প্রার্থীদের মাঝে মনোনয়নপত্র বিক্রি
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি ও মাটিরাঙা পৌর নির্বাচনে এখনো নির্বাচনী তফসিল ঘোষণা হয়নি।
আগামী ডিসেম্বর সম্ভাব্য পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আগাম প্রার্থী বাছাই শুরু করেছে খাগড়াছড়ি বিএনপি।
খাগড়াছড়ি সদর ও মাটিরাঙা পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে যোগ্য প্রার্থী বাছাই করতে গঠিত ১১সদস্য বিশিষ্ট পৌরসভা নির্বাচনী সাবজেক্ট কমিটি বিক্রি করছে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মাঝে মনোনয়নপত্র।
খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভা নির্বাচনী সাবজেক্ট কমিটি এমএন আবছার জানান, দলীয় নেতাকর্মী ও সম্ভাব্য প্রার্থীদের অনুরোধে নির্বাচনী তফসিল ঘোষণা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহের মেয়াদ বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে পৌরসভা নির্বাচন নিয়ে গঠিত“পৌরসভা নির্বাচনী সাবজেক্ট কমিটি।
জানা যায়, খাগড়াছড়ি ও মাটিরাঙ্গা পৌরসভায় নির্বাচনে মেয়র পদে বেশ কয়েক জনের নাম আলোচনায় থাকলেও ১৩ অক্টোবর বিকাল পর্যন্ত খাগড়াছড়ি সদর পৌর সভায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, পৌর সভার মেয়র জেলা বিএনপির সহ-সভাপতি নাসির আহমেদ চৌধুরী এবং মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি সাবেক প্যানেল মেয়র বাদশা মিয়াসহ মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এছাড়া কাউন্সিলর পদে একাধিক সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছে বলে জানা গেছে।