বুধবার ● ১৪ অক্টোবর ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় র্যাবের ভ্রাম্যমাণ আদালতে ভুয়া চিকিৎসকে ৯০ হাজার টাকা জরিমানা
গাইবান্ধায় র্যাবের ভ্রাম্যমাণ আদালতে ভুয়া চিকিৎসকে ৯০ হাজার টাকা জরিমানা
সাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধা জেলা হাসপাতাল সড়কের বলাকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসারত ভুয়া চিকিৎসক মো. মোরশেদ আলমকে আজ বুধবার র্যাব আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে ওই ভুয়া চিকিৎসকের ৯০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ বছরের কারাদণ্ড প্রদান করা হয়। ওই ভুয়া চিকিৎসকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বলে তিনি জানান।
র্যাব সূত্রে জানা গেছে, র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি দল গাইবান্ধা জেলা হাসপাতাল সড়কের বলাকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভুয়া চিকিৎসক মো. মোরশেদ আলমকে আটক করে। ওই ডায়াগনস্টিক সেন্টারে তিনি দীর্ঘদিন যাবৎ টাঙ্গাইল জেলার একজনের চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে নিজ নামে চিকিৎসা করে আসছিলেন। ওই ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের চিকিৎসা ও ব্যবস্থাপত্র প্রদানকালে তাকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. ফয়েজ উদ্দিন মেডিকেল আইনের ২৮ ও ২২ ধারা অনুযায়ী ওই ভুয়া চিকিৎসকের ৯০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ বছরের কারাদণ্ডের আদেশ দেন। উল্লেখ্য, চিকিৎসক নামধারী ওই প্রতারক মোরশেদ আলম তাৎক্ষণিক ৯০ হাজার টাকা জরিমানা পরিশোধ করে দোষ স্বীকার করে এবং আর কখনই এ ধরণের কাজ করবেন না বলে মুচলেকা দিলে তাকে রেহাই দেয়া হয়।
পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
গাইবান্ধা :: গাইবান্ধার সাদুল্লাপুরে পুকুরের পানিতে ডুবে শিহাব নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার এনায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু শিহাব সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের মিন্টু মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে জামালপুর ইউনিয়ন পরিষদের সদস্য বাবলু মিয়া জানান, অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল শিহাব। খেলার এক পর্যায়ে শিহাব পুকুরের পানিতে ডুবে যায়। পরে স্বজনরা পুকুর থেকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তাব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।