সোমবার ● ১৯ অক্টোবর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে লুম্বিনী গার্মেন্টসের নারী শ্রমিককে ধর্ষণের ঘটনায় আটক ২
বান্দরবানে লুম্বিনী গার্মেন্টসের নারী শ্রমিককে ধর্ষণের ঘটনায় আটক ২
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে লম্বিনি গার্মেন্টসের শ্রমিক ধর্ষণের ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত ধর্ষণ মামলার আসামিরা হলো লাঙ্গিপাড়া এলাকার সিরাজ আহমদের ছেলে মো. রফিক(২৬) এবং ওই এলাকার মৃত হেলাল উদ্দিনের ছেলে মো. জিহাদ(২৮)। গতকাল শনিবার (১৭ অক্টোবর) রাতে বান্দরবান পৌরসভা ৯নম্বর ওয়ার্ডের লাঙ্গিপাড়া এলাকার হাজীপাড়ায় এ ঘটনা ঘটে। ওই ধর্ষিতা নারী বান্দরবানের লুম্বিনী গার্মেন্টসের নারী পোশাক শ্রমিক।
পুলিশ সূত্রে জানা যায়, গাড়ী চালক মো. জয়নাল নামের এক যুবক রাত সাড়ে ৮ টার দিকে ওই লম্বিনির গার্মেন্টসের নারী পোশাক শ্রমিককে পাহাড়ের নির্জন জায়গায় ডেকে নিয়ে যায়। পরে সেখানে যোগ দেয় জয়নালের অপর দুই বন্ধু মো. রফিক ও মো. জিহাদ তিনজন মিলে ওই নারী পোশাক শ্রমিককে গণধর্ষণ করার পর তা মোবাইলে ধারণ করে। এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে রবিবার সন্ধ্যায় সদর থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত মো. রফিক ও মো. জিহাদকে আটক করতে সক্ষম হয়। তবে এ মামলার মূল আসামি মো. জয়নাল পলাতক রয়েছে বলেও পুলিশ সূত্র জানান।
এ ব্যাপারে বান্দরবান সদর থানার ওসি শহীদুল ইসলাম চৌধুরী বলেন, ধর্ষণের ঘটনায় দুই আসামিকে আটক করা হয়েছে। এই মামলার প্রধান আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।