মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » বাঘাইছড়িতে আধিপত্য বিস্তারের লড়াই : ব্রাশ ফায়ারে নিহত-১
বাঘাইছড়িতে আধিপত্য বিস্তারের লড়াই : ব্রাশ ফায়ারে নিহত-১
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি-রাঙামাটির সীমান্তবর্তী বাঘাইছড়িতে পিসিজেএসএস (মুল) দল সমর্থিত পিসিপি নেতা রতন চাকমা নামে একজন আধিপত্য বিস্তারের লড়াইয়ে ব্রাশ ফায়ারে নিহত হয়েছেন।
নিহত রতন চাকমা পাহাড়ী ছাত্র পরিষদের বাঘাইছড়ি কলেজ কমিটির সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।
আজ মঙ্গলবার ২০ অক্টোবর দুপুরে বাঘাইছড়ির বাবু পাড়া এলাকায় দুই গ্রুপের মধ্যে বন্দুক যুদ্ধে এই হতাহতের ঘটনা ঘটে।
ঘটনার পর পরই বিজিবি ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে রওনা হয়েছে।
এ ঘটনায় বাঘাইছড়ি এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাঙামাটির বাঘাইছড়ির বাবু পাড়া এলাকায় দীর্ঘদিন ধরে পাহাড়ী দুই গ্রুপের মধ্যে দফায় দফায় বন্দুকযুদ্ধ চলে আসছে।
দুপুরে বাঘাইছড়ি বাবুপাড়ায় পিসিজেএসএস (মুল) ও পিসিজেএসএস (এম এন লারমা) দুই গ্রুপের বন্ধুক যুদ্ধের পিসিজেএসএস (এমএন লারমার) গ্রুপের সদস্য রতন চাকমা নিহত হয়।
বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি)মো. আশরাফ উদ্দিন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপুরে বাঘাইছড়ির বাবু পাড়া এলাকায় আঞ্চলিক দুটি রাজনৈতিক দলের মাঝে যুদ্ধে এখনো পর্যন্ত ১জন মারা যাওয়ার কথা শুনেছি। ঘটনাস্থলে গেলেই বিস্তারিত বলা যাবে।
পাহাড়ী ছাত্র পরিষদের (এমএন লারমা) নেতা রতন চাকমার হত্যার প্রতিবাদে পিসিপি খাগড়াছড়ি জেলা শাখার পক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
এক প্রেস রিলিজে সংগঠনটি জানায়, বাঘাইছড়ি বাবুপাড়াস্থ এক চা দোকানে চা পানরত অবস্থায় প্রতিপক্ষ গ্রুপ দুইটি মোটর সাইকেল যোগে এসে তাকে ব্রাশ ফায়ার করে হত্যা করে।
পাহাড়ী ছাত্র পরিষদের (এমএন লারমা) কেন্দ্রীয় কমিটি এ হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছে।