শনিবার ● ২০ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে বইমেলা
গাজীপুরে বইমেলা
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২০ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ৯.০০মিঃ) শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী বইমেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷
১৯ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে রাজবাড়ি নাটমন্দির প্রাঙ্গণে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহমুদ হাসানের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মোজাম্মেল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলাম, প্রফেসর এম এ বারী, আব্দুল হাদী শামীম প্রমুখ৷ পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ বইমেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ১৪টি স্টল রয়েছে৷
কাপাসিয়ায় ১১দিন ব্যাপী বই মেলা শুরু
বাংলাদেশের প্রথম প্রধান মন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদ স্মৃতি পাঠাগারের আয়োজনে ২০ ফেব্রুয়ারি শনিবার থেকে কাপাসিয়ায় ১০ দিন ব্যাপী বই মেলার উদ্বোধন করা হয়৷ সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে খালেদ খররম চত্বরে বই মেলা উদ্বোধন করেন সাংস্কৃতি মন্ত্রনালয় সম্পর্কীত স্থায়ী কমিটির সভাপতি বিশিষ্ঠ লেখিকা সিমিন হোসেন রিমি, এমপি৷
সকালে মেলা কমিটির আহবায়ক মো. আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও সদস্য সচিব মো: মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা নিবার্হী অফিসার আনিসুর রহমান, কাপাসিয়া আওয়ামীলীগের সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. রেজাউর রহমান লস্কর মিঠু, আওয়ামীলীগের সাবেক সভাপতি আজগর রশিদ খান, মালোশিয়া আওয়ামীলীগের সভাপতি মো. আলমগীর হোসেন আকন্দ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান প্রধান, সদর আওয়ামীলীগের সভাপতি আ. হালিম খোকন, যুবলীগের সভাপতি মাহবুব উদ্দিন সেলিম, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন প্রমুখ৷
মেলায় ৩৫টি স্টল বরাদ্দ পেয়েছে৷ মেলা প্রতিদিন থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান৷ তাছাড়া উপজেলার বিভিন্ন কলেজ, স্কুল, মাদ্রাসার ছাত্রছাত্রীদের মধ্যে বির্তক প্রতিযোগিতা সহ নানা অনুষ্ঠানের আয়োজন থাকবে এ মেলায়৷
মেলার সদস্য সচিব মো. মোস্তাফিজুর রমান সেলিম জানান, বঙ্গতাজের স্মৃতিকে ধরে রাখার জন্য আমাদের এ আয়োজন৷