শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে সফি অয়েল মিল মালিকের ১বছর কারাদন্ড ও ২লাখ টাকা জরিমানা
খাগড়াছড়িতে সফি অয়েল মিল মালিকের ১বছর কারাদন্ড ও ২লাখ টাকা জরিমানা
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়িতে নিরাপদ খাদ্য আইনে চট্টগ্রামের মের্সাস সফি অয়েল মালিককে অর্থদন্ডসহ কারাদন্ডের রায় দিয়েছেন বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদুল আলম।
গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) এ মামলার রায় হয়েছে বলে নিশ্চিত করেছেন মামলার বাদি মহালছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগের স্যানিটারি পরিদর্শক সুরেশ চাকমা।
তিনি আরো বলেন, খাদ্যে ভেজাল কারীদের কাউকে ছাড় দেওয়া হবে না।
জানা যায়, ডবল ডলফিন সরিষার তেল মোড়কীকরণের সময় মোড়কী করণের তারিখ, উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ সুস্পষ্টভাবে লিপিবদ্ধ না করার অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩২(গ) ধারায় আসামী চট্টগ্রামে অবস্থিত মেসার্স সফি অয়েল মিলস এর মালিক জাফর আহম্মদ (৬২), পিতাঃ কাজী আহম্মেদ হাজী’কে ১বছর কারাদন্ড এবং ২লক্ষ টাকা অর্থদন্ডসহ অনাদায়ে আরো ৫ মাস কারাদণ্ড প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৯ডিসেম্বর ২০১৯ইং মহালছড়ি বাজারে এক অভিযানে শাহদাৎ স্টোরে ডলফিন সরিষার তেল মোড়কীকরণের সময় মোড়কী করণের তারিখ, উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ সুস্পষ্টভাবে লিপিবদ্ধ না পেয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত খাগড়াছড়ি জেলায় সফি অয়েল মিলস এর মালিকের বিরুদ্ধে ২১জানুয়ারি ২০২০ ইং তারিখে নিরাপদ খাদ্য আইনে মামলা নং-১১/২০২০ দায়ের হয়।
পার্বত্য চট্রগ্রাম ছাত্রপরিষদের কেন্দ্রীয় কমিটি গঠন, সভাপতি সাকিব, সেক্রেটারি আসাদ
খাগড়াছড়ি :: পার্বত্য চট্রগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি ইন্জিনিয়ার সাহাদাৎ ফরাজী সাকিব ও সেক্রেটারি আসাদ উল্লাহ মনোনিত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (২২অক্টোবর) রাত সোয়া ১১টায় পার্বত্য চট্রগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান ইন্জিনিয়ার আলকাছ আল মামুন ভূইয়া ও মহা সচিব আলমগীর কবির সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১১সদস্য বিশিষ্ট কমিটিকে আগামী ১সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠণ করার দায়িত্ব দেয়া হয়।
কেন্দ্রীয় সভাপতি মনোনিত হওয়ায় ইন্জিনিয়ার সাহাদাৎ ফরাজী সাকিব বলেন, পার্বত্য চট্টগ্রামের সর্ববৃহৎ ছাত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি হিসেবে আমাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে সকলের দোয়া কামনা করছি।