শনিবার ● ২৪ অক্টোবর ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » রামগড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা
রামগড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা
আব্দুল্লাহ আল মামুন খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় পৌরসভার কালাডেবায় এক স্কুলছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
নিহত স্কুলছাত্রী সনিয়া আক্তার সুইটি (১৬) পৌরসভার চৌধুরীপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। সে ওই এলাকার অটোরিক্সা চালক মনির আহাম্মদ মন্নান এর মেয়ে।
নিহতের ভাই ফারুক জানান, গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যার পর ঘরের দরজা জানালা বন্ধ করে ঘরের আড়ার সাথে শাড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
রামগড় থানার উপ-পরিদর্শক মো. তারেক জানান, খবর পেয়ে রাতেই নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তে খাগড়াছড়ি পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
খাগড়াছড়িতে যৌথ অভিযানে বিপুল পরিমাণ গাঁজার গাছ ধ্বংস, আটক-১
খাগড়াছড়ি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম হাতিয়াছড়া এলাকায় সেনাবাহিনী ও র্যাব-৭ এর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গাঁজার গাছ ধ্বংস ও ১মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
গত ২১ অক্টোবর লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম হাতিয়াছরা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীর জুসি চাকমা (১৯) লক্ষ্মীছড়ি সদর ইউপির ৭নং ওয়ার্ডের বাসিন্দা সুনীতি বিকাশ চাকমার সন্তান।
অভিযান টের পেয়ে মাদক ব্যবসায়ী জুসি চাকমা (১৯) পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে সে নিজেই গাঁজা চাষ করার কথা স্বীকার করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে তার চাষকৃত ৩টি আবাদি জমিতে মোট ৬৫শতক নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা চাষাবাদ অবস্থায় পাওয়া যায়।
গাঁজা চাষকৃত জমিতে প্রায় ৪হাজার এর অধিক গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে।
পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামি জুসি চাকমা(১৯) কে লক্ষ্মীছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
লক্ষ্মীছড়ি থানার ওসি মো. হুমায়ুন কবির বলেন, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামিকে কোর্টে চালান করা হয়েছে।