রবিবার ● ২১ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » আন্তর্জাতিক » রাঙামাটিতে ২১ এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে ২১ এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন
ষ্টাফ রিপোর্টার :: (২১ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ৩.১০মিঃ) রাঙামাটি পার্বত্য জেলায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করা হয়েছে৷
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে ২১ শে ফেব্রুয়ারী ০০.০১ মিনিটে রাঙামাটি জেলা প্রশাসক সামসুল আরেফিন পুষ্প স্তবক অর্পণ করে ২১ এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন৷
এসময় রাঙামাটি ২৯৯ আসনের সংসদ সদস্য উষাতন তালুকদার, ৩৩৩-ম-৩৩ আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্যবৃন্দ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের জেলা কমান্ডার রোবার্ট রোনাল পিন্টু, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি নির্মল বড়ুয়া মিলন, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি শাখাওয়াত্ হোসেন রুবেল, রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি মিল্টন বড়ুয়া ও প্রশাসনের জেলা পর্যায়ের কর্মকর্তাগণ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্প সত্মবক অর্পণ করেন৷
এছাড়া রাঙামাটি মেডিকেল কলেজ, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি সরকারী কলেজ বিশ্ববিদ্যালয়, সিএইচটি পলিটেকনিক্যাল ইনষ্টিটিউট, রাঙামাটি নার্সিং ইনষ্টিটিউট, রাঙামাটি বন বিভাগ, রাঙামাটি কৃষি সম্প্রসারন অধিদপ্তর, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা, রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পুণর্বাসন কেন্দ্র, রাঙামাটি চারুশিল্পী পরিষদ, রাঙামাটি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র, রাঙামাটি শিশু একাডেমী, রাঙামাটি পাবলিক কলেজ, বনরুপা ব্যবসায়ী কল্যাণ সমিতি, জেলা আনসার ও ভিডিপি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদারের নেতৃত্বে জেলা আওয়ামীলীগ, জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ, জেলা মহিলা লীগ, জেলা শ্রমিক লীগ, জেলা যুবলীগ, জেলা স্বেচ্ছা সেবক লীগ, জেলা ছাত্রলীগ, জেলা মত্স্যজীবি লীগ, কৃষক লীগ,আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাঙামাটি জেলা কমিটির সভাপতি শাহ আলমের নেতৃত্বে জেলা বিএনপি, জেলা যুবদল, শ্রমিক দল, জাসাস, মহিলা দল, স্বেচ্ছা সেবক দল, ছাত্র দল ও বিএনপির অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন, জাতীয় পার্টি (এরশাদ) রাঙামাটি জেলা কমিটির সভাপতি হারুনুর রশীদ মাতব্বরের নেতৃত্বে এবং জেলা বার কাউন্সিল, রাঙামাটি জেলার নারী সংগঠন, রাঙামাটি জেলার বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান, জেলার সামাজিক সাংস্কৃতিক সংগঠন, স্কুল, কলেজ, মাদ্রাসা,পেশাজীবি সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, বেসরকারী উন্নয়ন সংস্থা(এনজিও), রাঙামাটি জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়া কর্মীদের সংগঠন, রাঙামাটি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও মানবাধিকার সংস্থা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধার সহিত তাদের নিজনিজ সংগঠনের ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বেদীতে পুষ্প স্তবক অর্পণ করেন৷
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাঙামাটি জেলার সকল মসজিদ, মন্দির, প্যাগোডা(কিয়াং) ও গীর্জায় শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনার ব্যবস্থা রাখা হয়েছে ৷