রবিবার ● ২১ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » জাতীয় » নাটোরের বাজারে রসালো ফল তরমুজ
নাটোরের বাজারে রসালো ফল তরমুজ
আব্দুল মজিদ, নাটোর প্রতিনিধি :: নাটোরের বাজারে রসালো ফল তরমুজ আসতে শুরs করেছে ৷ শনিবার প্রথম জাপানী তরমুজ হিসেবে পরিচিত এই প্রথম উঠেছে ৷ বিক্রেতারা জানান, হঠাত্ করেই শীত কমে গরম শুরু হওয়ায় তারা অন্যান্য ফলের পাশাপাশি তরমুজ বিক্রির উদ্যোগ নিয়েছেন ৷ পার্বত চট্টগ্রামের টেকনাফে উত্পাদিত তিন থেকে সাত কেজি ওজনের এসব তরমুজ ৮শ’ থেকে ১২শ’ টাকা মণ দরে কিনে আনা হচ্ছে ৷ পরিবহন খরচ সহ এসব তরমুজ নাটোরের বাজারে খুচরা প্রতি কেজি ৪০ থেকে ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে ৷ বাজারে হঠাত্ করে তরমুজ ওঠায় বিক্রেতাদের সাথে ক্রেতারও খুশি ৷