বুধবার ● ২৮ অক্টোবর ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় ৩০ লাখ টাকার ভারতীয় ওষুধ ও শাড়ী পাচারকালে আটক-২
মাটিরাঙ্গায় ৩০ লাখ টাকার ভারতীয় ওষুধ ও শাড়ী পাচারকালে আটক-২
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় চোরা পথে নিয়ে আসা ১২৪ পিস ভারতীয় শাড়ি ও ২৮ লাখ ৪০ হাজার পিস প্রায় ৩০ লক্ষাধিক বাজার মূল্যের ভারতীয় ওষুধ আটক করেছে পুলিশ।
আজ বুধবার ২৮ অক্টোবর দুপুরের দিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী।
পুলিশ সুত্রে জানা যায়, একটি জীপে করে ভারতীয় শাড়ি ও বিভিন্ন জাতের ওষুধ ওয়াছু রাবার বাগান এলাকা দিয়ে মাটিরাঙ্গায় প্রবেশ করছে এমন বিশ্বস্থ সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে মাটিরাঙ্গার চেয়ারম্যানপাড়া এলাকা থেকে জীপ (চান্দের গাড়ি চট্টগ্রাম-গ-২৫৩২)সহ তাদেরকে আটক করা হয়।
মাটিরাঙ্গা থানার ওসি মুহাম্মদ আলী বলেন, এ ঘটনায় পুলিশ বাদি হয়ে গাড়ি চালক মো. শাহ আলম (৩৭)সহ অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামী ও হেলফার মো. এছহাক মিয়া (১৬) কে অভিযুক্ত করে বিশেষ ক্ষমতা আইনে মাটিরাঙ্গা থানায় একটি মামালা দায়ের করা হয়েছে।