বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » খাগড়াছড়ি » দীঘিনালায় সড়ক অবরোধ চলছে
দীঘিনালায় সড়ক অবরোধ চলছে
দীঘিনালা প্রতিনিধি :: ১ অক্টেম্বর : খাগড়াছড়ির দীঘিনালায় বিজিবি কর্তৃক উচ্ছেদ হওয়া ২১ পরিবারের ডাকে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। স্ব স্ব জমি ফেরত ও যত্ন কুমার ও শশী মোহন কার্বারী পাড়া থেকে বিজিবি’র ৫১ ব্যাটালিয়ন সদর দপ্তর প্রত্যাহারের দাবিতে ভূমি রক্ষা কমিটির সহযোগীতায় তারা এ অবরোধ পালন করছে।
অবরোধের কারণে উপজেলা থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
সকাল ১১টা পর্যন্ত অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০১৪ সালে ১৪ মে গভীর রাতে বিজিবি’র ৫১ নং ব্যাটালিয়ন সদর দপ্তর স্থাপনের নামে যত্ন কুমার ও শশী মোহন কার্বারী পাড়ায় বিজিবি সদস্যরা অবস্থান গ্রহণ করে। গ্রামবাসীরা এর প্রতিবাদ করতে গেলে একই বছর ১০ জুন বিজিবি ও পুলিশ হামলা চালিয়ে ২১ পরিবারকে নিজ বসতভিটা থেকে জোরপূর্বক উচ্ছেদ করে। বর্তমানে নারী-পুরুষ, শিশু-বৃদ্ধসহ ২১ পরিবারের ৮৬ জন লোক মানবেতর জীবন-যাপন করতে বাধ্য হচ্ছেন।
আপলোড : অক্টেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : সকাল ১১.৪৪ মিঃ