রবিবার ● ২১ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিএনপি-জামায়াত ষড়যন্ত্রে লিপ্ত -ভূমিমন্ত্রী ডিলু
বিএনপি-জামায়াত ষড়যন্ত্রে লিপ্ত -ভূমিমন্ত্রী ডিলু
নাটোর প্রতিনিধি :: ভাষা সৈনিক ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু এমপি বলেছেন, বিএনপি-জামায়াত জোট দেশকে পেছনের দিকে টেনে নিয়ে যেতে চায়৷ হাজার বছর ধরে বাঙালীদের পিছিয়ে রাখার জন্য ষড়যন্ত্রকারী মীরজাফর, খন্দকার মোশতাক, গোলাম আযম, জিয়াউর রহমান ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে৷ এখনও যারা ইতিহাস বিকৃতির চেষ্টা করছেন, তারাও একদিন ইতিহাসের আস্তাকৃঁড়ে নিক্ষিপ্ত হবেন৷ বিএনপি নেত্রী খালেদা জিয়া শহীদ মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে বিতর্ক সৃষ্টির চেষ্টা করছেন৷ তিনি জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে ক্ষমতা দখল করতে না পেরে এখন গোপন ষড়যন্ত্রে মেতে উঠেছেন৷ কিন্তু তাদের কোন ষড়যন্ত্রই সফল হবে না৷ তিনি শুক্রবার রাতে নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর হাইস্কুল মাঠে একুশে পাঠাগারের উদ্যোগে আয়োজিত ছয়দিনব্যাপী ১৭তম একুশে বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন৷ অনুষ্ঠানে বই মেলা আয়োজক কমিটির সভাপতি শামসুর রহমান শাহীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে নাটোর জেলা প্রশাসক খলিলুর রহমান, পাবনা জেলা প্রশাসক রেখা রানী বালো, নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী, পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোছাঃ সালমা খাতুন, ঈশ্বরদীর উপজেলা নির্বাহী অফিসার শাকিল মাহমুদ, বড়াইগ্রাম উপজেলার নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন, সহকারী কমিশনার ভূমি নাসরিন বানু ও বই মেলা কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম স্বপন বক্তব্য রাখেন৷ পরে প্রধান অতিথি ফিতা কেটে বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং বই মেলার বিভিন্ন ষ্টল ঘুরে ঘুরে দেখেন৷