রবিবার ● ২১ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » ৪দিন ধরে লিংকন নামের শিশুটি নিখোঁজ : অভিযুক্ত প্রাইভেট শিক্ষক লাপাত্তা
৪দিন ধরে লিংকন নামের শিশুটি নিখোঁজ : অভিযুক্ত প্রাইভেট শিক্ষক লাপাত্তা
নাটোর প্রতিনিধি::নাটোরের বাগাতিপাড়ায় ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া লিংকন (১১) নামের এক শিশু চারদিন ধরে নিখোঁজ রয়েছে ৷ অভিযুক্ত প্রাইভেট শিক্ষক শামসুল হকও লাপাত্তা ৷ দেশের বিভিন্ন স্থানে শিশু নির্যাতন ও নিখোঁজের পর শিশুর লাশ উদ্ধারের ঘটনায় লিংকনের আত্মীয়-স্বজনরা এখন উত্কন্ঠায় দিন কাটাচ্ছেন ৷ তারা তাদের শিশু সন্তানকে ফেরত পেতে থানায় মামালা সহ প্রশাসনের কাছেও দাবি জানিয়েছেন ৷ উপজেলার বারইপাড়া গ্রামের অটোচালক লিয়াকত আলীর দ্বিতীয় ছেলে লিংকন পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র ৷ শিশুর বাবা লিয়াকত আলী জানান, গত ১৭ ফেব্রুয়ারী সকাল ১১টার দিকে বাড়ি থেকে লিংকনকে বারইপাড়া গ্রামের মৃত অলি’র ছেলে প্রাইভেট শিক্ষক শামছুল হক পড়ানোর কথা বলে লিংকনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান ৷ স্যারের সাথে সে বই-খাতা নিয়ে বেরিয়ে যায় ৷ এরপর লিংকন আর বাড়ি ফেরে আসেনি ৷ অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাননি ৷ লিয়াকত আরো জানান, গত ১৫ দিন ধরে তার ছেলে শামছুল হকের বাড়িতেই প্রাইভেট পড়তো ৷ এসএসসি পরীক্ষার কেন্দ্র হওয়ার কারণে ওইদিন স্কুল ছুটি ছিল ৷ এব্যাপারে শুক্রবার লিয়াকত আলী বাগাতিপাড়া মডেল থানায় ওই প্রাইভেট শিক্ষক মোঃ শামসুল হকের বিরুদ্ধে অপহরণের মামলা করেছেন ৷ বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আমিনুর রহমান জানান, লিংকনের নিখোঁজের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা হয়েছে ৷ শিশুটিকে দ্রুত খুঁজে বের করার জন্য তারা খুবই চেষ্টা করছেন ৷ এদিকে মামলা হওয়ার পর থেকেই শামসুল হকও লাপত্তা হয়ে গেছেন ৷ এখন আর তাকেও খুঁজে পাওয়া যাচ্ছেনা ৷ এ বিষয়ে তার শিক্ষক শামসুল হকের ছোটভাই সাজেদুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, নেশাগ্রস্থ হওয়ায় তার বড় ভাই শিক্ষক শামসুল হককে প্রায় এক মাস আগে তাদের বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে ৷ এর পর থেকে তারা আর তার কোন খোঁজ-খবর খাখেন না ৷ শুক্রবার রাতে ভাই এর খোঁজে বাড়িতে পুলিশ আসায় তারাও আত্মীয়-স্বজনদের বাড়িতে তাকে খুঁজে বেড়াচ্ছেন ৷ কোথাও পাওয়া গেলে তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়া ৷