বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ভারতীয় অবৈধ ঔষধ বিক্রি দায়ে ৭৫ হাজার জরিমানা
রাউজানে ভারতীয় অবৈধ ঔষধ বিক্রি দায়ে ৭৫ হাজার জরিমানা
আমির হামজা, ষ্টাফ রিপোর্টার :: রাউজানে ভারতীয় অবৈধ ঔষধসহ মেয়াদ উত্তীর্ণ ও স্যাম্পলের ঔষধ রাখার দায়ে ৬টি ঔষধের দোকানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টা থেকে দেড়ঘন্টাব্যাপী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ।
তিনি জানান, চট্টগ্রাম ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক মো. কামরুল হাসান, পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় রাউজান ফকির হাট বাজার ও মুন্সিরঘাটা এলাকার মক্কা মেডিক্যাল হলের মালিক শাহাজানকে ১০ হাজার, পল্লী মঙল ফার্মেসীর মালিক অভি দাশকে ৫ হাজার, শাহ লতিফ ফার্মেসীর মালিক মো. ইরফানকে ১৫ হাজার, সোনালী ফার্মেসীর মালিক প্রদীপ কান্তি চৌধুরীকে ৩০ হাজার, রূপালী ফার্মেসীর মালিক জয়ন্ত দে কে ১০ হাজার এবং জ্যোতি ফার্মেসী রুবেল কান্তি দে কে ৫ হাজার টাকাসহ মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
রাউজানে রাস্তায় পড়ে রক্তাক্ত মহিলা: এগিয়ে এল ছাত্রলীগ
রাউজান :: রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে কাতরাচ্ছেন এক মানসিক প্রতিবন্ধী বেওয়ারিশ মহিলা। বাঁচার আকুতি নিয়ে সকলের সাহায্য চাইছেন। কিন্তু কেউ এগিয়ে আসেনি, অনেকে দেখেও মানসিক প্রতিবন্ধী বলে কে জানতেও চাইনি। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে কাতরাচ্ছেন এমন দৃশ্য চোখে পড়ে রাউজান উপজেলা ছাত্রলীগ দক্ষিণের সাধারণ সম্পাদক মো: সালাউদ্দিনের দ্রুত থাকে উদ্ধার রক্তাক্ত অবস্থায় প্রথমে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন, পরে তাঁর অবস্থা খারাপ হলে তাঁকে আরোও উন্নত চিকিৎসার জন্য বেওয়ারিশ মহিলাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন, বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন। স্থানীয় লোকজন জানান, রাউজান উপজেলার পাহাড়তলী বাজারের পশ্চিম পাশে এই ঘটনা ঘটেছে। হয়তো কোন গাড়ি মহিলাটিকে চাপা দিয়ে তাঁরা পালিয়ে যান। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে কাতরাতে থাকেন মহিলা। গতকাল বুধবার (২৮-অক্টোবর) রাত ৮টার দিকে তাঁকে ছাত্রলীগনেতা সালাউদ্দিন উদ্ধার করে হাসপাতালে নেন। এদিকে কযেজন ছাত্রলীগের নেতাকর্মী অভিযোগ করে জানিয়েছেন তাঁরা (৯৯৯) কল করে কোন প্রকার সেবা পাইনি। পরে মানবিক এই কাজে এগিয়ে আসেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন। পরে রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক রাসেল রাসু খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে থেকে ঔ রক্তাক্ত মহিলাকে হাসপাতালে নিয়ে মানবতার পরিচয় দিয়েছে দুই ছাত্রলীগকর্মী। এসময় সার্বিক সহযোগিতা করেন, ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক জি.এম হাসান, রাউজান উপজেলা ছাত্রলীগ নেতা সোহেল তালুকদার, ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ সহ সভাপতি জয়রাজ, দপ্তর সম্পাদক ইমন, পাহাড়তলী ইউনিয়ন ছাত্রলীগের স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক মো তারেক।