বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানের ইদিলপুর শাক্যমুনি বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত
রাউজানের ইদিলপুর শাক্যমুনি বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত
নয়ন বড়ুয়া, রাউজান (উত্তর) প্রতিনিধি :: আজ বৃহস্পতিবার ২৯ অক্টোবর চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার বিনাজুরী ইউনিয়নের গোবিন্দ ঠাকুরের স্মৃতি বিজড়িত ইদিলপুর শাক্যমুনি বিহারে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে। ইদিলপুর শাক্যমুনি বিহারে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব সম্পন্ন হয়।
অনুষ্ঠানে পঞ্চশীল গ্রহণ, বুদ্ধপূজা, অষ্ট উপকরণ, সংঘদান, কল্পতরু দান ও কঠিন চীবর দান করা হয়।
সদ্ধর্মজ্যােতি ভদন্ত সুনন্দ মহাথের’র সভাপতিত্বে কঠিন চীবর দানোৎসব উদ্বোধন করেন বিহারাধ্যক্ষ কর্মবীর ভদন্ত বিমলানন্দ মহাথের, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত দেবানন্দ মহাথের, প্রধান ধর্মদেশক ছিলেন সুপ্রিয়ানন্দ থের, মুখ্য আলোচক মেত্তানন্দ থের, ভদন্ত উপেক্ষাপাল থের, ভদন্ত সংঘরত্ন ও ভদন্ত জয়শ্রী প্রমুখ দেশনা করেন।
আরো বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান সংঘপ্রিয় বড়ুয়া, বিহারের সম্পাদক জীবন বিকাশ বড়ুয়া, বোধিমিত্র বড়ুয়া, মাস্টার কমল বড়ুয়া , জাপান বড়ুয়া ও কাজল প্রিয় বড়ুয়া প্রমুখ। পঞ্চশীল প্রার্থনা করেন সমুদত্ত বড়ুয়া। সঞ্চলনা করেন ইদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক বড়ুয়া।