শনিবার ● ৩১ অক্টোবর ২০২০
প্রথম পাতা » ঢাকা » কাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ
কাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ
সংবাদ বিজ্ঞপ্তি :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আগামীকাল ১ নভেম্বর রবিবার বেলা ১১.৩০ এ স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছে। সভায় প্রেসক্লাবের সম্মুখে সমাবেশ শেষে মন্ত্রণালয় অভিমুখে এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে।
বাজার সিণ্ডিকেট থেকে মানুষ বাঁচানো, হত্যা-সন্ত্রাস-ধর্ষণ-নারী নিপীড়ন বন্ধ এবং বেশুমার চুরি-দুর্নীতি-লুটপাট-জবরদখল ও নৈরাজ্য প্রতিরোধে এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সহ পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিক্ষোভে অংশ নেবেন।
বিক্ষোভে সংহতি জানাবেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বাম জোটের সমন্বয়ক আবদুল্লাহ আল কাফি রতন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইফতেখার আহমেদ বাবু প্রমুখ।