রবিবার ● ২১ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে ছিনতাই হওয়া মোটর সাইকেলসহ দুই ছিনতাইকারী গ্রেফতার
ঝিনাইদহে ছিনতাই হওয়া মোটর সাইকেলসহ দুই ছিনতাইকারী গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ ছিনতাই হওয়া মোটর সাইকেলসহ শেখর সরকার (২৫) ও মহব্বত হোসেন (৩২) নামের দুই ছিনতাইকারীকে আটক করেছে ৷ শনিবার ভোররাতে মাগুরা জেলার শাখিলা উপজেলার সিংড়া ও শাপলাট গ্রাম থেকে তাদের গ্রেফতার করে পুলিশ৷ পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানাগেছে, গত ৮ ফেব্রুয়ারি ঝিনাইদহের কুলফাডাঙ্গা পশ্চিমপাড়ার সুশান্ত কুমার বিশ্বাসে ছেলে ও মাগুরার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক এন্ড মেডিকেল কলেজের ছাত্র লিটন কুমার বিশ্বাস আয়ুর্বেদিক ওষুধ তৈরির মালামাল ক্রয়ের জন্য ঝিনাইদহের কালীগঞ্জ আসে ৷ সেখান থেকে রোগি দেখার কথা বলে একই কলেজের ছাত্র ও লিটনের সহপাঠি শেখর সরকার তাকে মোবাইল ফোনে ডেকে কালীগঞ্জ শহরের নিশ্চিন্তপুরে নিয়ে যায় ৷ সেখানে তাকে বিস্কুট ও পানীয় জোরপূর্বক খাওয়ায়৷ এরপর সে জ্ঞান হারিয়ে ফেলে ৷ এ সময় তার কাছে থাকা একটি মোটর সাইকেল, ২ টি মোবাইল ফোন, স্বর্ণের চেইন ও নগদ ২৮ হাজার টাকা নিয়ে যায়৷ সে সময় তারা লিটনকে মারপিট করে রক্তাক্ত যখমও করে ৷ পরদিন তাকে মাগুরা জেলার শালিখা উপজেলার মাগুরা-যশোর হাইওয়ের একটি তেল পাম্পের পাশে এলাকাবাসী পড়ে থাকতে দেখে তাকে প্রথমে মাগুরা হাসপাতাল ও পরে ঝিনাইদহ হাসপাতালে ভর্তি করে৷
এ ঘটনায় ঝিনাইদহের কালীগঞ্জ থানায় একটি মামলা হয় ৷ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শুকুমার কুমার কুন্ডু সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার রাতে শেখর ও মহব্বতকে গ্রেফতার ও মোটরসাইকেলটি উদ্ধার করে৷ কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় ১৪ ফেব্রুয়ারি লিটন বাদি হয়ে থানায় মামলা করে ৷ পুলিশ শনিবার ভোররাতে মাগুরা জেলা শাখিলা থেকে মামলার এজাহারভুক্ত আসামি শেখরসহ মহব্বত হোসেন নামের দুইজনকে আটক করেছে ৷ তাদের জেল-হাজতে সোপর্দ করা হয়েছে ৷