শনিবার ● ৩১ অক্টোবর ২০২০
প্রথম পাতা » নওগাঁ » নির্যাতন সইতে না পেরে গৃহবধুর আত্মহত্যা : আটক-১
নির্যাতন সইতে না পেরে গৃহবধুর আত্মহত্যা : আটক-১
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে স্বামী, ভাসুর ও জায়ের নির্যাতনে বিথি রাণী (২২) নামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
নিহত গৃহবধূর বাবা যতন রায় বাদী হয়ে আত্রাই থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ মৃতার লাশ উদ্ধার করে শনিবার সকালে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করেছে এবং এ ঘটনার সাথে জড়িত সন্দেহে নিহত বিথী রাণীর জা রাখী রাণী (ইতি) কে আটক করেছেন।
অভিযোগ সূত্রে জানাযায়, রাজশাহীর সিপাইপাড়ার যতন রায়ের মেয়ে বিথির সাথে আত্রাই উপজেলার তিলাবদুরী গ্রামের মৃত প্রভাষ চন্দ্র প্রামানিকের ছেলে বিলাশ চন্দ্র প্রামানিকের চার বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের পর হতে দুসচরিতার অপবাদ, পারিবারিক, শারীরিক এবং মানসিকভাবে বিথিকে নির্যাতন করা হতো। এর মাঝে তাদের দুই বছর আগে একটি মেয়ে সন্তান হয়। তাতেও তার উপর নির্যাতন কমেনা। বিভিন্ন বিষয় নিয়ে একাধিকবার উভয় পরিবারের অভিভাবক, সামাজিক এবং গ্রাম্য শালিশ হয়। কিছুদিন শান্তি থাকলেও পুনরায় বিথির উপর নির্মম নির্যাতন নেমে আসে। ঘটনার দিন শুক্রবার দুপুরে মেয়ের পায়ের তোরা হারানোকে কেন্দ্র করে বিথিকে শারীরিক নির্যাতন করে বাড়ী থেকে চলে যায় স্বামী বিলাশ। এক পর্যায়ে বিথি রাণী নির্যাতন সহ্য করতে না পেরে গ্যাস ট্যাবলেট খায়।
এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন বলেন, খবর পেয়ে শুক্রবার রাতে ঘটনাস্থলে গিয়ে প্রতিবেশি এবং গ্রামের লোকজনের সাথে কথা বলে বাড়ীতে থাকা নিহতের জা রাখী রাণী (ইতি) কে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে রাখী রাণী (ইতি) কে নওগাঁ জেল হাজতে ও বিথী রাণীর লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে।
ফ্রি ডেন্টাল চেকআপ ও ব্লাড গ্রুপ ক্যাম্পেইন
আত্রাই :: রূপসী নওগাঁ ও নওগাঁ ব্লাড সার্কেলের যৌথ আয়োজনে নওগাঁর আত্রাইয়ে ডেন্টাল চেকআপ, ডায়াবেটিকস চেকআপ ও ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দিন ব্যাপী নওগাঁর আত্রাই উপজেলার শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
শিমুলিয়া যুব সমাজ অধিকারের আয়োজনে সাব্বীর রহমান ইমনের সভাপতিত্বে শিমুলিয়া গ্রামের ইউপি সদস্য উজ্জ্বল মন্ডল সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
নওগাঁ ব্লাড সার্কেলের সভাপতি আবু ইউসুফ জানায়, রূপসী নওগাঁ একটি সেচ্ছাসেবী সংগঠন। এরই ধারাবাহিকতায় আমাদের আজকের আয়োজন। করোনা ভাইরাস মোকাবেলায় দেশের সমগ্র শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান সমূহ চালু হলে আমরা ধারাবাহিকভাবে নওগাঁ জেলার প্রতিটি উপজেলায় স্কুল ভিত্তিক দিনব্যাপী ফ্রী মেডিকেল ও ডেন্টাল চেকআপের পাশাপাশি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন পরিচালনা করব ইনশাআল্লাহ।
ব্লাড সার্কেল নওগাঁ এর সভাপতি আবু ইউসুফ জানায় নওগাঁ ব্লাড সার্কেল এর পক্ষ হতে এটি ৪র্থ ক্যাম্পিং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা প্রত্যেকটি থানায় একটি করে ক্যাম্পেইন কর।