শনিবার ● ৩১ অক্টোবর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » লামার মুখ বনাশ্রম বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব
লামার মুখ বনাশ্রম বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব
চট্টগ্রাম :: গত ২৯ অক্টোবর বুধবার দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সম্মাননা প্রদান অনুষ্ঠান লামার মুখ বনাশ্রম বৌদ্ধ বিহারে দায়ক-দায়িকা ও শাসনস্তম্ভ ধর্মপ্রিয়-সুনিল- কানন ফাউন্ডশনের সার্বিক সহযোগিতায় সম্পন্ন হয়েছে । দানোৎসবে সভাপতিত্ব করেন ভদন্ত প্রঞ্ঞশ্রী মহাস্থবির অধ্যক্ষ দরদরী সুনন্দ বৌদ্ধ বিহার, লামা। প্রধান সদ্ধর্ম দেশক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান,মহাসদ্ধম্মজ্যোতিকাধ্বজ ও সংঘধ্বজ উপাধিপ্রাপ্ত প্রফেসর ড. জিনবোধি মহাস্থবির। বিশেষ সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ন-মহাসচিব বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা, বড়হাতিয়া বোধি নিকেতন বিহারের অধ্যক্ষ ভদন্ত শুদ্ধানন্দ মহাস্থবির, এম. এ. । শাসনস্তম্ভ ধর্মপ্রিয়-সুনিল- কানন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ভিক্খু সুমনোপ্রিয় উদ্ভোধনী বক্তব্য প্রদান করেন । এসময় তিনি বলেন মহামুনি গ্রামে পদার্পন না করলে মহামান্য উপ-সংঘরাজ, শাসনস্তম্ভ ধর্মপ্রিয় মহাস্থবিরে সান্নিধ্য পেয়ে ভিক্ষুত্ব জীবন লাভ করার দুর্লভ সুযোগ হত না। তাই উপাধ্যায় গুরু ধর্মপ্রিয় মহাস্থবিরে’র কাছে চির ঋনী তাঁর ঋন কখনও শুধ করার নয়, তাছাড়াও মহানন্দ সংঘরাজ বিহার কমিটি ও দায়ক- দায়িকাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, তার প্রতিষ্ঠিত শাসনস্তম্ভ ধর্মপ্রিয়-সুনিল- কানন ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে সমাজিক, ধর্মীয় ও মানবিক যে কোন কাজে সহযোগিতা করা।
অনুষ্ঠানের পূর্বে ভিক্খু সুমনোপ্রিয় কর্তৃক প্রতিষ্ঠিত শাসনস্তম্ভ ধর্মপ্রিয়-সুনিল- কানন পাঠাগার উদ্ভোধন করেন ড. জিনবোধি মহাস্থবির। অনুষ্ঠানে নয়জন ব্যক্তিকে সম্মাননা এবং তিনজন কে সংঘ মাতা উপাধি দেয়া হয়। ডা. প্রীতিকুসুম বড়ুয়া ও সৌরভ বড়ুয়া সঞ্চালনায় শুভেচ্ছা ব্ক্তব্য রাখেন মহানন্দ সংঘরাজ বিহার কমিটি সাধারণ সম্পাদক পবন কুমার বড়ুয়া । এসময় বক্তব্য রাখেন ডা. প্রসেনজিৎ ও শিক্ষক রুপম বড়ুয়া।