রবিবার ● ১ নভেম্বর ২০২০
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে নদী উপকেন্দ্রের গবেষণা অগ্রগতি পর্যালোচনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
রাঙামাটিতে নদী উপকেন্দ্রের গবেষণা অগ্রগতি পর্যালোচনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার :: গতকাল ৩১ অক্টোবর শনিবার রাঙামাটিতে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট রাঙামাটি নদী উপকেন্দ্র আয়োজিত “নদী উপকেন্দ্রের গবেষণা অগ্রগতি পর্যালোচনা” শীর্ষক সেমিনার উপকেন্দ্রের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ইয়াহিয়া মাহমুদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ ।
এসময় সেমিনারে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. আব্দুল জব্বার শিকদার, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান কাজী হাসান আহমেদ, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ, অতিরিক্ত সচিব তৌফিকুল আরিফ এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বিভাগ ও জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।
সেমিনারে গবেষণা অগ্রগতি কার্যক্রম উপস্থাপন করেন রাঙামাটি উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আজহার আলী।
সেমিনারে শেষে প্রধান অথিতি ও বিশেষ অথিতি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট রাঙামাটি নদী উপকেন্দ্র অফিস প্রাঙ্গনে বৃক্ষ রোপন করে বৈশ্বিক মহামারী করোনাকালিন দেশ ও জাতির মঙ্গলের জন্য দোয়া কামনা করেন।