রবিবার ● ২১ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহের প্রতিবন্ধী বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত
ঝিনাইদহের প্রতিবন্ধী বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের শৈলকুপার কবিরপুরে মুক্তিযোদ্ধা হাজী আব্দুর রশিদ বিশ্বাস প্রতিবন্ধী স্কুলের উদ্যোগে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ৷ শনিবার সকালে এ সমাবেশ অনুষ্টিত হয়৷ প্রতিবন্ধি বিদ্যালয় ও দুয়ার সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আলহাজ্ব নুর আলম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বাস বিল্ডার্স লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি শিক্ষানুরাগী আলহাজ্ব নজরুল ইসলাম বিশ্বাস৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্বাস বিল্ডার্স লিমিটেড এর পরিচালক হেলাল উদ্দিন বিশ্বাস, আনোয়ারা রিয়েল স্টেট এর চেয়ারম্যান মনিরুল ইসলাম হিটু, পাঁচ পাখিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর সাত্তার ফিরোজী, আবাইপুর ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন মোল্লা, পৌর কমিশনার আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা হাজী আব্দুর রশিদ বিশ্বাস প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক আবিদুল ইসলামসহ অন্যান্যরা ৷ অনুষ্ঠানটি পরিচালনা করেন, জাহানারা বেগম কওমী মহিলা মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ আশরাফ আলী ফারুকী৷ প্রতিষ্ঠানে প্রথম শ্রেনী থেকে ৫ম শ্রেণী পর্যনত্ম ৭০জন প্রতিবন্ধী শিক্ষার্থী বিনামূল্যে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে ৷ এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমি মানুষের কল্যানে কাজ করছি৷ তারই ধারাবাহিকতায় আমার নিজের উপজেলায় মহিলা মাদ্রাসা ও প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করেছি৷ যার ফলে এলাকার অসহায় হত দরিদ্র মানুষ বিনামূল্যে পড়ালেখা করার সুযোগ পাবে ৷ তিনি আরও বলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধিদের উন্নয়নে কাজ করে যাচ্ছে ৷ প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে আজকের এই মা সমাবেশ৷ প্রতিবন্ধি শিশুরা আমাদের সমাজের বোঝা নয় ৷ তারা সম্পদ৷ পরিবার থেকে তাদের সহযোগীতা করতে হবে ৷ এতে মায়েদের ভূমিকা অপরিসীম ৷ তারাই পারে প্রতিবন্ধি শিশুদের সমাজে স্থান করে দিতে৷