রবিবার ● ১ নভেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি জেলার একজন মানবিক পুলিশ কর্মকর্তা এসআই জহির
রাঙামাটি জেলার একজন মানবিক পুলিশ কর্মকর্তা এসআই জহির
ষ্টাফ রিপোর্টার :: মো. জহির উদ্দিন একজন পুলিশ এসআই হিসাবে রাঙামাটি পুলিশ সুপার কার্যালয়ে জেলা বিশেষ কর্মরত আছেন।
তিনি রাঙামাটিতে যোগদান করার পর থেকে মানবিক কর্মকান্ডে ব্যস্থ সময় পার করছেন। তিনি বৈশ্বিক মহামারী করোনাকালীন তার ব্যক্তিগত ভাবে জমানো টাকা হজ্জ একাউন্ট থেকে তুলে করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়িন। মানবসেবার তার ধারাবাহিক কাজের অংশ হিসাবে তিনি গত ২৮ অক্টোবর তারিখ রাঙামাটি সদর উপজেলার বন্ধুকভাঙ্গা ইউনিয়নের মুবাছড়ি গ্রামের শারীরিক প্রতিবন্ধী জয়কুমারী চাকমা (৪১), রাঙামাটি পৌরসভা এলাকার চম্পকনগরের আব্দুল জলিলের কলোনীতে থাকা শারীরিক প্রতিবন্ধী মো. কামাল হোসেন প্রকাশ রাজা মিয়া (১৪) দুইজনকে রাঙামাটি প্রতিবন্ধী সহায়তা সেন্টারের নিকট হতে ২টি হুইল চেয়ারের ব্যবস্থা করে দেন। হইল চেয়ার পেয়ে শারীরিক প্রতিবন্ধী জয়কুমারী চাকমা ও মো. কামাল হোসেন রাজা মিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। মো. জহির উদ্দিন রাঙামাটিতে যোগদান করার পর থেকে করোনাকালীন করোনা পজেটিভ রোগীদের পাশে খাদ্য,ঔষুদ-সামগ্রী, কাপ্তাই লেকে ক্ষতিগ্রস্থ জেলেদের ত্রান সহায়তা, রিজার্ভমুখ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ অসহায় ও দুঃস্থদের মাঝে ত্রান বিতরণ এছাড়া রাঙামাটি শহরের চম্পকনগর এলাকার শারীরিক প্রতিবন্ধী তানিয়াকে আর্থিক ও ত্রান সহায়তা, ভেদভেদী মুসলিমপাড়া ক্যান্সার আক্রান্ত রোগী মরিয়মের একমাত্র মেয়ে আছমার লেখাপড়ার জন্য আর্থিক সহায়তা অসংখ্য মানবিক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।
এসআই জহির সিএইচটি মিডিয়াকে জানান, তিনি চাকুরীর পাশাপাশি মানবিক সহায়তা মুলক কাজ করে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জল করা ও দেশের মানুষের জন্যে মানবিক সহায়তা মুলক কার্যক্রমে জড়িত থাকতে চান। তিনি এই মানবিক সহায়তার প্রতিটি কার্যক্রমে রাঙামাটি জেলা পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারসহ সিনিয়র অফিসারদের সহযোগীতা পেয়ে আসছেন বলে জানান।