রবিবার ● ১ নভেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে নিরাপদ সড়ক চাই এর সংবাদ সম্মেলন
কাউখালীতে নিরাপদ সড়ক চাই এর সংবাদ সম্মেলন
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: নিরাপদ সড়ক চাই (নিসচা) কাউখালী উপজেলা শাখার আয়োজনে বে-সরকারী উন্নয়মুলুক সংস্থা ইপসার সৌজন্যে আজ রবিবার সকালে উপজেলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়।
নিসচা আয়োজিত সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন আইন-২০১৮ এর পুর্ণ বাস্তবায়ন চাই এর উপর সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিসচা কাউখালী উপজেলা শাখার সাধারন সম্পাদক মো. মনির।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. নুরুল আবছার, সিনিয়র সহ-সভাপতি মো. হারুনুর রশিদ,ইপসা কাউখালী উপজেলা শাখার ব্যবস্থাপক মো. ওমর শরীফ, নিসচার সাংগঠনিক সম্পাদক মো. হারুনুর রশিদ, প্রচার সম্পাদক মো. শাহালম, সাংস্কৃতিক সম্পাদক মো. জুয়েল ও কার্য়করী কমিটির সদস্য মো. রিপন।
নিসচা এর লিখিত বক্তব্যে পাঠকালে নেতৃবৃন্দ বলেন ‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ এ শ্লোগানে সামাজিক আন্দোলন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর জম্ম আজ থেকে ২৭ বছর আগে ১৯৯৩ সালে ২২ অক্টোবর। কিন্তু নিসচা সারাদেশে নিরাপদ সড়ক চাই এর জন্য এখন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই আন্দোলনের ফলে বর্তমান সরকার ২০১৮ সালে সড়ক পরিবহন আইন-২০১৮ করেন কিন্তু এখন পর্যন্ত তা পুর্ণ বাস্তবায়ন হয়নি বলে লিখিত বক্তব্যে বক্তারা বলেন।
লিখিত বক্তব্যে পাঠকালে আরো বলেন ২০১৯ সালে ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনার পরেও আইনটি এখনও বাস্তবায়ন করা হয়নি বলে নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে জানান। তারা অনতি বিলম্বে সড়ক পরিবহন আইন-২০১৮ এর পুর্ণ বাস্তবায়ন করার জন্য বর্তমান সরকারের প্রতি অনুরোধ জানান।