রবিবার ● ১ নভেম্বর ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » তিস্তার নাব্যতা পুনরুদ্ধার ও ভাঙনরোধের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন
তিস্তার নাব্যতা পুনরুদ্ধার ও ভাঙনরোধের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন
সাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: তিস্তা নদীর নাব্যতা পুনরুদ্ধার ও ভাঙনরোধের দাবিতে আজ রবিবার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ও তারাপুর এলাকায় তিস্তা নদী তীরে পৃথক দুটি মানববন্ধন কর্মসূচী পালিত হয়। ‘তিস্তা বাঁচাও নদী বাঁচাও’ সংগ্রাম পরিষদের ডাকে এই কর্মসূচী পালিত হয়। মানববন্ধন থেকে তিস্তা নদীর সার্বিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবি জানানো হয়।
হরিপুর খেয়াঘাট এলাকায় মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরার সদস্য আমিনুল ইসলাম গোলাপ, ওয়ার্কার্স পার্টি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য মাসুদুর রহমান মাসুদ, উপজেলা জাসদ নেতা মুন্সী আমিনুল ইসলাম সাজু, বহ্মপুত্র সড়ক সেতু আন্দোলন নেতা অ্যাড. আশরাফ আলী, কামরুল ইসলাম, মাহবুবার রহমান টুকু, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, আসাদুল ইসলাম আজাদ, সাজু মিয়া, হাসান খান প্রমুখ।
বক্তারা বলেন, তিস্তা নদী পুনঃ খনন ও ভাঙন রোধে দুই তীর রক্ষায় কার্যকর পদক্ষেপ নেয়া হলে নদী নাব্যতা ফিরে পাবে। সেইসাথে নৌ চলাচল স্বাভাবিক ও কৃষি উন্নয়নে সেচ সুবিধা সম্প্রসারণ করা সম্ভব হবে। অবিলম্বে ওই প্রকল্পটি বাস্তবায়নের জন্য জরুরী পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি আহবান জানান বক্তারা।
গাইবান্ধায় জাতীয় যুব দিবস উপলক্ষ্যে চেক ও সনদপত্র বিতরণ
গাইবান্ধা :: ‘মুজিববর্ষের আহবান, যুব কর্মসংস্থান’ এ প্রতিপাদ্য বাস্তবায়নে আজ রবিবার গাইবান্ধায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত হয়। এ উপলক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে। জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি দিবসটির দিনব্যাপী কর্মসূচীর শুভ উদ্বোধন করেন। কর্মসূচীর মধ্যে ছিল আলোচনা সভা, যুব ঋণের চেক, সনদপত্র ও অনুদানের চেক বিতরণ, বৃক্ষরোপন ও পরিস্কার পরিচ্ছন্নতা।
গাইবান্ধা কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবদুল মতিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এএসপি ময়নুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক তোফায়েল আহম্মেদ খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক প্রমুখ। অনুষ্ঠানে ৩ জন প্রশিক্ষিককে ১ লাখ ৫০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়া কম্পিউটার ও গবাদি পশু পালন সংক্রান্ত প্রশিক্ষণ গ্রহণকারিদের মধ্যে সনদপত্র ও অনুদানের চেক বিতরণ করা হয়।
অপরদিকে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, চেক ও প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে সাদুল্লাপুর উপজেলা সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার নবীনেওয়াজের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাহারিয়া খান বিপ্লব। বাংলাদেশ আওয়ামীলীগ সাদুল্লাপুর উপজেলা শাখার সহ-সভাপতি আঃ জলিল সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুল হাসান প্রমূখ।
পরে আত্নকর্মসংস্থান প্রকল্পের ৫০০০০ হাজার টাকা করে চেক গ্রহন করেন ফুলমিয়া ও আব্দুল কাইয়ুম মিয়া। এছাড়াও উত্তরবঙ্গ প্রকল্পের ২৫ জন প্রশিক্ষার্থীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।