সোমবার ● ২ নভেম্বর ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে মাসব্যাপি মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ই-সেবা ক্যাম্পেইন এর উদ্বোধন
নবীগঞ্জে মাসব্যাপি মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ই-সেবা ক্যাম্পেইন এর উদ্বোধন
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ প্রতিনিধি :: গণপ্রতাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাছিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের অংশ বিশেষ সারাদেশের সকল ইউয়িন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশনে “গ্রাম হবে শহর“বাস্তবায়নের লক্ষে একসেস টু ইনফরমেশন (A2I), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ “বাড়ছে সেবার বহর গ্রাম হবে শহর“ শ্লোগানকে সামনে রেখে এবং ডিজিটাল সেন্টার“ এর ১০ম বর্ষপুর্তি উদযাপনের জন্য সারা দেশে মুজিব শর্তবর্ষকে স্বরনীয় করে রাখতে সরকারী ও বেসরকারি ই-সেবা সম্পর্কে ব্যাপক প্রচার প্রচারনা ও জনগনকে অবহিত করার জন্য এই ব্যতিক্রম মর্ধী উদ্যোগ গ্রহন করেছে। জনগনের কষ্ট ও দুর্ভোগ লাঘবের লক্ষে নিকটস্থ ডিজিটাল সেন্টার হতে বিভিন্ন ই-সেবা গ্রহন করতে পারবেন। বিমান টিকেট, ই-চালানের মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স, ই-পাসপোর্ট, ই-নামজারী, ই-পর্চা, অনলাইনে জাতীয় পরিচয়পত্র সংশোধ আবেদন, রেমিটেন্স গ্রহন, ব্যাংকি লেনদেন, ই-টিকেটিং অনলইনে পন্য কেনা বেচা সহ বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হবে। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার উপজেলা প্রশাসন এর আয়োজনে ও ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরাম নবীগঞ্জ উপজেলার সহযোগিতায় ব্যাপক উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে কেক কেটে উদ্ভোধন করা হয়। উপজেলা পরিষদ হল রুমে গতকাল ১লা নভেম্বর রবিবার সকাল ১১:০০ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। দীঘলবাক ইউনিয়ন ডিজিটাল সেন্টার এর উদ্যোক্তা মুনসুর আহমদের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন কালিয়ারভাঙ্গা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা লিটন রানা। এতে বিশেষ অতিথি ছিলেন,নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদার, পানিউমদা ইউনিয়নের চেয়ারম্যান ইজাজুর রহমান, কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম, আউশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন। বক্তব্য রাখেন সহকারী প্রোগ্রামার রুহুল কুদ্দুসসহ উপজেলা পরিষদ ও প্রশাসনের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ সহ নবীগঞ্জ উপজেলার ১৩টি ও উপজেলার ১টি ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগন উপস্থিত ছিলেন।
নবীগঞ্জে অটোরিক্সাচালক সেজু হত্যা মামলার আসামী গ্রেফতার
নবীগঞ্জ :: নবীগঞ্জে নিখোঁজের ৪ দিন পর পূর্ব তিমির পূর এলাকা থেকে রিক্সাচালক ১৮ বছর বয়সী সেজুর লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের পর নবীগঞ্জ থানায় তার পরিবারের লোকজন অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। মামলার পর থেকে ঘটনার সাথে জড়িত আসামীদের ধরতে ও হত্যার মূল রহস্য উদঘাটন করতে মাঠে নামে পুলিশ। গত ৩১ সেপ্টেম্বর শনিবার দিবাগত গভীর রাতে নবীগঞ্জ উপজেলার ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমির পূর গ্রাম থেকে অভিযান চালিয়ে নবীগঞ্জ থানার এসআই শামসুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে হত্যার সাথে জড়িত সন্দেহে আলী আজগরের পুত্র সুয়েব মিয়া(৩৩)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুয়েব হবিগঞ্জের উমেদনগরের বাসিন্দা। দীর্ঘ ৮-১০বছর ধওে পশ্চিম তিমিরপুর গ্রামের ফিসারির পাড়ে বাড়ি বানিয়ে সেখানে পরিবার নিয়ে বসবাস করছে। উল্লেখ্য, এর আগেও এই হত্যার প্রকৃত ঘটনা উদ্ধারের লক্ষে ৫-৬ জনকে জিজ্ঞাসাবারে জন্য আটক করে পরবর্তীতে তাদেরকে ছেড়ে দেয়া হয়। গ্রেফতারকৃত আসামীকে কোর্টে প্রেরণ করা হয়েছে। তার ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল বলেও নবীগঞ্জ থানা পুলিশ সুত্রে জানা গেছে। সুয়েবকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার এসআই সামছুল ইসলাম। ঘটনার সাথে জড়িত বাকী আসামীদের ধরতেও নবীগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ ব্যাপারে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) পারভেজ আলম চৌধুরীর সাথে এ প্রতিবেদকের কথা হলে তিনি বলেন, বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে গ্রেফতারকৃত আসামীকে আমাদের সন্দেহ হয়েছে তাই তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগেও কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল জিজ্ঞাসাবাদ করে তদেরকে ছেড়ে দেয়া হয়েছিল। ঘটনার দিন থেকেই ঘটনার মূল রহস্য উদঘাটন এবং আসামীদের গ্রেফতার করতে আমরা কাজ করে যাচ্ছি। আশা করছি খুব শীগ্রই ঘটনার মূল রহস্য উদঘাটন এবং হত্যার সাথে জড়িত সবাইকে গ্রেফতার করতে পারব।