বুধবার ● ৪ নভেম্বর ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জেল হত্যা দিবস
মাটিরাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জেল হত্যা দিবস
মাটিরাঙ্গা প্রতিনিধি :: গতকাল মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামীলীগ মাটিরাঙ্গা উপজেলা শাখা ও সকল সহযোগি সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ হারুনুর রশিদ ফরাজী।
মাটিরাঙ্গায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা‘র সঞ্চালনায় জেল হত্যা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক মেম্বার মো. ওয়ালী উল্যাহ, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রকিবুল হাসান, উপজেলা জাতীয় শ্রমিক সভাপতি মো. হারুন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বাবুল আহমেদ, উপজেলা ছাত্রলীগ নেতা মো. সালাউদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার অল্প কিছুদিন পরেই বঙ্গবন্ধুর আস্থাভাজন উত্তরসুরী জাতীয় ৪ নেতাকে হত্যা করা হয়েছিল। মুলত ১৯৭৫ সালের ৩রা নভেম্বরের এই দিনে জাতিকে নেতৃত্ব শুন্য করার লক্ষে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাবেক উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আ হ ম কামারুজ্জামানকে গুলি করে হত্যা করে স্বাধীনতা বিরোধী ঘৃন্য চক্রান্তকারীরা।
এ সময় মাটিরাঙ্গায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান, উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরন জয় ত্রিপুরা, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি এম এম জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।