বুধবার ● ৪ নভেম্বর ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে ধর্ম অবমাননার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
খাগড়াছড়িতে ধর্ম অবমাননার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়িতে ধর্ম অবমাননা করে ফেসবুকে পোস্ট দেয়ায় বেল্লাল হোসেন ঝিনুক নামে একজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
আজ বুধবার ৪নভেম্বর খাগড়াছড়ি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলী) আদালতে এ মামলা দায়ের করা হয়।
অভিযুক্ত বেলাল হোসেন ঝিনুক খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলাধীন মধ্য বেতছড়ি গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে ।
বেলাল হোসেন ঝিনুক ( Bellal Hossin Ghinuk) নামে ফেসবুক আইডি থেকে বিভিন্ন সময় ইসলাম ও অন্যান্য ধর্মকে ব্যঙ্গ করে স্ট্যাটাস দেয়ায় এলাকায় বিভিন্ন জাতি গোষ্ঠি ও ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ বিরাজ করছে এবং যে কোন সময় ধর্মীয় বা সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি হতে পারে এমন আশংকা থেকে দায়িত্বশীল ব্যক্তি হিসেবে এ মামলা দায়ের করেছেন বলে জানান, অভিযোগকারী শিক্ষানবীশ আইনজীবি মো. শরিফুল ইসলাম।
আদালত মামলাটি আমলে নিয়ে দীঘিনালা থানাকে ট্রিট ফর এফআইআর হিসেবে গ্রহন করার আদেশ প্রদান করেন।