রবিবার ● ২১ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » করোনা আপডেট » বিশ্বনাথে প্রবাসী হেলথ সেন্টার’র উদ্বোধন
বিশ্বনাথে প্রবাসী হেলথ সেন্টার’র উদ্বোধন
বিশ্বনাথ প্রতিনিধি :: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ও সিলেটের বিশ্বনাথ উপজেলার কৃতিসন্তান মঈন উদ্দিন বলেন, মৃত্যুর পর রেখে যাওয়া কর্মের মাধ্যমে মানুষ চিরকাল বেঁচে থাকেন৷ তাই আল্লাহ পছন্দ করেন না এমন কাজ বর্জন করে আমাদের সবাইকে ‘অন্ধকার ও কুসংস্কার’ মুক্ত সমাজ গড়ে তুলতে হবে৷ শিক্ষার হার বাড়ালে সমাজ থেকে অপরাধ প্রবনতা দূর হয়ে যাবে৷ তিনি আরোও বলেন, প্রবাসীদের সাথে রয়েছে আমাদের আত্নার সম্পর্ক৷ মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সকল সময় দেশের উন্নয়নের প্রবাসীরা গূরুত্বপূর্ন ভূমিকা পালন করে আসছেন৷
তিনি শনিবার বিকেলে সিলেটের বিশ্বনাথে ‘সিংঙ্গেরকাছ প্রবাসী হেলথ সেন্টার’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন৷ সিংগেরকাছ ডেভলাপমেন্ট কমিটি ইউকের উদ্যোগে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে হেল্থ সেন্টারটি নির্মাণ করা হয়৷ হেল্থ সেন্টারের জন্য প্রায় ২২ শতক ভূমি দান করেন সিংগেরকাছ (মাঝগাঁও) গ্রামের মৃত হাজী বুধাই খানের পুত্র হাজী উস্তার আলী ও আজমত খান৷ অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বুরাইয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওঃ হাবিবুর রহমান ও স্বাগত বক্তব্য রাখেন হেল্থ সেন্টার’র ইউকে পরিচালনা কমিটির সেক্রেটারী মুজাহিদ খান ও কোষাধ্যক্ষ আবদুল কাহার৷
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরোও বলেন, মানুষের প্রধান কাজ একজন প্রকৃত মানুষ হওয়া৷ তাই আমাদের সবাইকে ধৈর্য্য ধরে জীবনের লৰে নিজেদের পৌছাতে হবে৷ আমাদের সবাইকে সমাজের গুণীজনকে শ্রদ্ধা করতে হবে৷ অন্যদিকে দেশ ও জাতির উন্নয়নের জন্য সমাজ থেকে হানাহানি-মারামারিকে দূর করতে হবে৷
সিংঙ্গেরকাছ প্রবাসী হেল্থ সেন্টার’র ইউকে পরিচালনা কমিটির চেয়ারম্যান হাবিবুর রহমান মস্তাব আলী’র সভাপতিত্বে ও স্থানীয় পরিচালনা কমিটির সদস্য এইচ এম আরশ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য আ ন ম শফিকুল হক, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আসাদুল হক, বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার আহমদ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিভাষ চন্দ্র মানী, ভারপ্রাপ্ত সিনিয়র মত্স্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বশির উদ্দিন, সিলেট আইএফআইসি ব্যাংকের ম্যানেজার ফারম্নক আহমদ, বাংলাদেশ ব্যাংক সিলেটের ডিএম আশক আলী, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস আলী, সাবেক চেয়ারম্যান আবারক আলী, আমির আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, বৃট্রিশ নাগরিক পিসি ফিল ব্রুকলী, চিকিত্সক মাহমুদুল মজিদ শাহীন, হেল্থ সেন্টার পরিচালনা কমিটির সদস্য ইসলাম উদ্দিন, তহুর মিয়া, কবি খালেদ মিয়া, প্রবাসী তৈয়ব আলী, পঞ্চব আলী জেপি, আবদুল হান্নান ও মোশারফ হোসেন ৷