বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২০
প্রথম পাতা » কক্সবাজার » সীমান্তের আমতলী থেকে ২ লাখ ইয়াবাসহ আটক-৬
সীমান্তের আমতলী থেকে ২ লাখ ইয়াবাসহ আটক-৬
পলাশ বড়ুয়া, (কক্সবাজার) উখিয়া প্রতিনিধি :: সীমান্তে ২ লাখ পিস ইয়াবাসহ ৬জনকে আটক করেছে বিজিবি। আটককৃতদের মধ্যে ১ জন বাংলাদেশী এবং ৫ জন মিয়ানমারের রোহিঙ্গা।
আজ বৃহস্পতিবার ৫ নভেম্বর সকাল সাড়ে ৮ টার দিকে সীমান্তের নাইক্ষংছড়ি উপজেলার আমতলী এলাকা থেকে তাদের আটক ও ইয়াবা জব্দ করা হয়েছে।
বিজিবি কক্সবাজার -৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রেজুআমতলী বিওপি’র একটি বিশেষ বিজিবি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে মিয়ানমার সীমান্ত হতে ৬ জন ইয়াবা ব্যবসায়ী বাংলাদেশের দিকে আসতে দেখে টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে দৌড়ে পালানোর সময় আটক করে।
আটক কুতুপালং -১ নং লম্বাশিয়া ক্যাম্পের এ – ব্লকের আশ্রিত রোহিঙ্গা মৃত আলী হোসেনের ছেলে জিয়াবুল হোক (২৬), ফকির আহমদের ছেলে রহমত উল্লাহ (২৫), নুর মোহাম্মদের ছেলে মাহমুদুল হাসান (২১), আবদুল আলিমের ছেলে মো. সেলিম (২২), সোনা আলীর ছেলে মো. আমিন (২২) ও উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী গ্রামের মীর আহম্মদের ছেলে মো. জয়নাল আবেদীন (২৫) শরীর তল্লাশী করে ২ লক্ষ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে বিজিবি পরিচালক জানান।