শনিবার ● ৭ নভেম্বর ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » পৌরবাসীর নাগরিক অধিকার শতভাগ নিশ্চিত করা হবে : মতলুবর রহমান
পৌরবাসীর নাগরিক অধিকার শতভাগ নিশ্চিত করা হবে : মতলুবর রহমান
সাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: বিধবা ভাতা, বয়স্ক ভাতা ও প্রতিবন্ধী ভাতাসহ পৌরবাসীর সকল নাগরিক সেবা শতভাগ নিশ্চিত করা হবে।
আজ শনিবার বিকেলে গাইবান্ধা পৌরসভার ৭নং ওয়ার্ডের আলফালাহ্ মসজিদ প্রাঙ্গণে পৌর মেয়র পদপ্রত্যাশী ৫নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র মতলুবর রহমান নির্বাচনী মতবিনিময় ও আলোচনা সভায় এ কথা বলেছেন।
তিনি আরো বলেন, দীর্ঘদিন যাবৎ গাইবান্ধা পৌরসভায় কাঙ্খিত উন্নয়ন হয়নি। তাছাড়াও পৌরসভা হিসাবে নেই কোন বর্জ ব্যবস্থাপনা। রাস্তায় নেই পর্যাপ্ত আলো ও ড্রেনেজ ব্যবস্থা। দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরবাসীকে। তার প্রমাণ আজকে এই শতশত জনতার উপস্থিতি। জনগনের চাওয়াকে আমি প্রাধাণ্য দিয়ে আপনাদের সামনে দোয়া প্রার্থনা করছি।
এর আগে এলাকবাসীর পক্ষ থেকে বিভিন্ন সমস্যা উত্থাপন করে বক্তব্য রাখা হয়। এ সময় ৭নং ওয়ার্ডের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন। তাঁরা মতলুবর রহমানকে সমর্থন করে বিভিন্ন শ্লোগান দেন।