রবিবার ● ৮ নভেম্বর ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা পৌর মেয়র পদপ্রার্থী মতলুবরের সাংবাদিকদের সাথে মতবিনিময়
গাইবান্ধা পৌর মেয়র পদপ্রার্থী মতলুবরের সাংবাদিকদের সাথে মতবিনিময়
সাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: আসন্ন পৌর নির্বাচনে গাইবান্ধা পৌরসভার মেয়র প্রার্থী বর্তমান প্যানেল মেয়র মতলুবর রহমান আজ রবিবার আকস্মিকভাবে গাইবান্ধা প্রেসক্লাবে এসে উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে মতলুবর রহমান বলেন, তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।
তিনি দলীয় মনোনয়ন পেয়ে মেয়র নির্বাচিত হলে অবহেলিত এবং উন্নয়ন বঞ্চিত গাইবান্ধা পৌরসভাকে নতুনভাবে ঢেলে সাজাতে যা যা করণীয়, তা অবশ্যই করবেন। তিনি আরও বলেন, পৌরবাসীদের আর্থ-সামাজিক উন্নয়ন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতার উপকারভোগীর সংখ্যা বৃদ্ধিসহ এসব ভাতা বিতরণে যোগ্য ব্যক্তিরা যাতে সুবিধা ভোগ করতে পারে তা নিশ্চিত করবেন। এছাড়া দরিদ্র পৌরবাসীদের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। তার প্রত্যাশা দুর্নীতিমুক্ত জনকল্যাণ ও জনসেবামূলক পৌর প্রশাসন গড়ে তুলে পৌরসভাকে প্রকৃত পক্ষে একটি সেবামূলক প্রতিষ্ঠানে রূপান্তর করা।
এছাড়াও পৌরসভার উন্নয়ন এবং জনসেবামূলক কোন কাজের জন্য তিনি আসন্ন নির্বাচনে পৌরবাসীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
নবগঠিত পলাশবাড়ি পৌরসভার নির্বাচন ১০ ডিসেম্বর
গাইবান্ধা :: গাইবান্ধার নবগঠিত পলাশবাড়ি উপজেলার পৌরসভা নির্বাচন আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. আব্দুল মোত্তালিব স্বাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৭ নবেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ২৩ নবেম্বর ও ভোট গ্রহণ ১০ ডিসেম্বর। ওইদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। পৌরসভা নির্বাচনে ইভিএম এর মাধ্যমে সকল ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
২০১৯ সালের ১ জুলাই পলাশবাড়ী পৌরসভা গঠিত হয় এবং এবারই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।