রবিবার ● ৮ নভেম্বর ২০২০
প্রথম পাতা » খেলা » রাজাপুরে মিনি ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে বন্ধু রয়েল‘স চ্যাম্পিয়ন
রাজাপুরে মিনি ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে বন্ধু রয়েল‘স চ্যাম্পিয়ন
গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির রাজাপুরে আকবর আলী স্মৃতি মিনি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকাল ৪টায় উপজেলার পূর্ব মনোহরপুর বালুর মাঠে রাজাপুর রয়েলস বনাম মনোহরপুর বন্ধু রাজ এর মধ্যে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারীত খেলা গোল ০ থাকায় ট্রাইব্রেকারে রাজাপুর রয়েল‘সকে ৩-১ গোলে পরাজিত করে বন্ধু রাজ মনোহরপুর চ্যাম্পিয়ান হয়। স্থানীয় যুব সমাজের আয়োজনে শুক্তগড় ইউনিয়ন পরিষদ চেয়াম্যান মোঃ মজিবুল হক মৃধা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. তারিক শাহিন মৃধা। মো. মোদাচ্ছের আলী হাওলাদার এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মো. আবু বকর ছিদ্দিক গাজী, মো. সবুজ তালুকদার, ইউপি সদস্য মো. বেল্লাল হোসেন ও মো. আজাদ হাওলাদার প্রমূখ।
লীগ পদ্ধত্তির এ মিনি টুর্ণামেন্টে মোট ৭টি দল অংশগ্রহন করেছিলেন বলে খেলা পরিচালনা কমিটি নিশ্চিত করেন। খেলা পরিচালনায় ছিলেন মো. শহিদুল ইসলাম মৃধা।
রাজাপুরে ফেসবুক আইডি হ্যাক করে প্রতারনার চেষ্টা
ঝালকাঠি:: ঝালকাঠির রাজাপুরে মো. সাইফুল ইসলামের ফেসবুক আইডি হ্যাক করে তার ফেসবুক বন্ধুদের সাথে প্রতারনার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার রাতে সাইফুল ইসলাম রাজাপুর থানায় সাধারন ডায়রী করেছেন। ডায়রী নম্বর ৩২৫। সাইফুল ইসলাম উপজেলার শুক্তগড় ইউনিয়নের গোপলপুর গ্রামের মৃত হানিফ মৃধার পুত্র ও ঐ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান।
ডায়রী সূত্রে জানাগেছে, সাইফুল ইসলামের ‘Saiful Islam’ নামের ফেসবুক আইডিটি এক মাস পূর্বে হ্যাকার হ্যাক করে নেয়। যা অনেক চেষ্টা করেও উদ্ধার করা সম্ভব হয়নি।শুক্রবার (৬ নভেম্বর) রাতে হঠাৎ করে ‘Abdullah Al Mahmud’ আইডি থেকে সাইফুল এর বর্তমান নতুন ফেসবুক আইডির ইনবক্সে তার ব্যবহৃত মোবাইল নম্বর চেয়ে একটি ম্যাসেজ দেয়। তিনি তার ব্যবহৃত ০১৭১১৭৩৮৩৯৯ নম্বটি ম্যাসেজ করে দিয়ে দেয়। একটু পরে ০১৭৪৭৯৭৮০২৯ থেকে তার ব্যবহৃত ০১৭১১৭৩৮৩৯৯ নম্বরে একটি ছয় সংখ্যার ৭২০৩৭৮ পিন নম্বরসহ ম্যাসেজ আসে। আবারও ‘Abdullah Al Mahmud’ আইডি থেকে পিন নম্বরটি চেয়ে একটি ম্যাসেজ দেয় এবং সাথে সাথে সাইফুল পিন নম্বরটি দিয়ে দেয়। পরের দিন শনিবার (৭ নভেম্বর) সকালে সাইফুল জানতে পারে ‘Abdullah Al Mahmud’ আইডিটিও হ্যাক হয়েছে। পরে একে একে সাইফুলের পরিচিতরা তাকে ফোন দিয়ে জানায় তাদের কাছে তার পুরাতন আইডি ‘Saiful Islam’ ’ থেকে ইনবক্সে টাকা চাওয়া হচ্ছে। ‘নেয়ামুল আহসান হিরন’ ও ‘আবু সায়েম আকন’ এর ফেসবুক আইডির ইনবক্সে টাকা চেয়ে একটি নগদ এর ০১৮৪০৮২৪৪২৩ নম্বর দেয় হ্যাকাররা।
রাজাপুর থানা ওসি মো. শহিদুল ইসলাম বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।