সোমবার ● ৯ নভেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ » পানছড়িতে অনৈতিক কাজের অপরাধে ২জনের কারাদণ্ড
পানছড়িতে অনৈতিক কাজের অপরাধে ২জনের কারাদণ্ড
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি :: খাগড়াছড়ির পানছড়িতে ভ্রাম্যমান আদালতে অনৈতিক কর্মকান্ডের অপরাধে হ্যাপী আক্তার(৪০) ও মনির হোসেন(৩৮) নামে দু’জনকে কারাদন্ড প্রদান করা হয়েছে।
গতকাল রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় তেতুল টিলা এলাকায় অপকর্মে লিপ্ত হলে তাদেরকে আটক করে কারাদন্ড প্রদান করা হয়।
জানা যায়, কলোনীপাড়া গ্রামের মৃৃত আবদুল জলিলের স্ত্রী হ্যাপি আক্তার সাঁওতাল পাড়া গ্রামের মৃত আ: খালেকের ছেলে মনির হোসেনের সাথে অপকর্ম করার সময় স্থানীয়রা পানছড়ি থানাকে অবগত করে।
পানছড়ি থানার ওসি’র নির্দেশে এসআই লিটন চাকমা ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে।
পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিট্টেট ও পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, দন্ড বিধি ২৯১তে গণ উপদ্রব সংগঠিত করার অপরাধে হ্যাপি আক্তারকে ৭দিন ও মনির হোসেনকে ১৫দিনের কারাদন্ড প্রদান করে।