মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নির্বাণপুর বনবিহারে ২৩ তম দানোত্তম চীবর দানানুষ্ঠান সম্পন্ন
নির্বাণপুর বনবিহারে ২৩ তম দানোত্তম চীবর দানানুষ্ঠান সম্পন্ন
ষ্টাফ রিপোর্টার :: আজ ১০ নভেম্বর মঙ্গলবার রাঙামাটির সদর উপজেলার ৪ নং কুতুকছড়ি ইউনিয়নে নির্বাণপুর বনবিহারে ২৩ তম দানোত্তম কঠিন চীবর দানানুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানটি দুই পর্বে বিভক্ত করা হয়। ১ম পর্ব এবং ২য় পর্ব। ১ম পর্ব অনুষ্ঠানে সকাল ৯টায় বুদ্ধ পূজা অর্পণ এবং একটি ধর্মীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাণপুর বন বিহারের অধ্যক্ষ জ্যোতিসার মহাস্থবির, চট্টগ্রাম রাউজানের নিগ্রোধারাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রিয়দর্শী মহাস্থবির ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন বিহারের বিহার অধ্যক্ষ বৃন্দ।
সকালের অনুষ্ঠান পর্বে সংঘ দান,অষ্টপরিস্কার দান,পিন্ড দান ও নানাবিধ দান করা হয়।
অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা করেন দায়েক হেডম্যান অমল কান্তি চাকমা। অনুষ্ঠানে সমবেত পুর্ণার্থী বৃন্দের উদেশ্যে স্বধর্ম দেশনা প্রদান করেন জ্যোতিসার মহাস্থবির ও প্রিয়দর্শী মহাস্থবির।
ধর্মীয় দেশনা প্রদানকালে মহাস্থবিরা বলেন তোমরা দীর্ঘ এক বছর পরে দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান উদযাপন করছেন অনেক ত্যাগ স্বীকার করে। এই দান হলো পৃথিবীর শ্রেষ্ঠ তম দান। এই দানের প্রভাবে জন্ম জন্মান্তরে তোমরা উচ্চ কূল,ধনী কূলে এবং অপরুপ সৌন্দর্যের অধীকারী হয়ে জন্ম লাভ করতে পারবে। পরে অনুষ্ঠানে কঠিন চীবর দানের এবং বিভিন্ন দানের ব্যখ্যা দিয়ে সকালের পর্ব শেষ করা হয়। ভোজন শেষে দুপুর ২ টায় অনুষ্ঠানের ২য় পর্ব শুরু করা হয়। অনুষ্ঠানের ২য় পর্বে যোগদান করেন রাঙামাটি রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞা লংকার মহাস্থবির এবং প্রয়াত বনভান্তের শিষ্য সংঘ।
অনুষ্ঠানের ২য় পর্ব ও একটি ধর্মীয় সংগীতের মাধ্যমে উদ্বোধন করা হয়। ভিক্ষু সংঘের কাছ থেকে পঞ্চ শীল গ্রহণ করা হয়।
২য় পর্বে কঠিন চীবর দান,ভূমি দান,কল্পতরু দান,হাজার বাতি দান, ও নানাবিধ দান করা হয়।
প্রধান ধর্মলোচক প্রজ্ঞা লংকার মহাস্থবির সমবেত পুর্ণার্থীদের উদ্দেশ্যে স্বধর্ম দেশনায় বিভিন্ন দানের ও কুষল কর্মের মাহাত্ন্য বুঝিয়ে দেন। উৎস্বর্গ সূত্র প্রদান করেন জ্যোতিসার মহাস্থবির একই সময়ে সমবেত পুর্ণার্থীগণ পাত্রে পানি ঢেলে দায়ক-দায়িকরা তাদের দানানুষ্ঠান সম্পন্ন করেন।