বুধবার ● ১১ নভেম্বর ২০২০
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে সেরা কন্ঠ বাছাই প্রতিযোগিতা
আত্রাইয়ে সেরা কন্ঠ বাছাই প্রতিযোগিতা
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে নওগাঁর আত্রাইয়ে “মুজিববর্ষ সেরা কন্ঠ” নওগাঁ-২০২০ এর উপজেলা পর্যায়ে বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে ইয়েস কার্ড এবং ক্রেস্ট প্রদান করা হয়।
উপজেলা শিল্পকলা একাডেমীতে নির্বাহী কর্মকর্তা মো. ছানাউল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুল হকের সঞ্চালনায় আজ বুধবার দিনব্যাপী শিল্পীদের এই বাছাই প্রতিযোগিতা (অডিশন রাউন্ড) অনুষ্ঠিত হয়। বাছাই পর্বে প্রথম হয়েছে পল্লব কুমার মহন্ত, দ্বিতীয় হয়েছে সাথী বানু এবং তৃতীয় হয়েছে নয়ন পারভেজ। এই বিজয়ীরা জেলা পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
বাছাই প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন যুথিকা বিথি, মতিউর রহমান এবং প্রভাষক মামুনুল হাসান ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার সরকার,আত্রাই প্রেসক্লাব সভাপতি রুহুল আমীন ও শিল্পকলা একাডেমীর সকল সদস্যবৃন্দ।
উল্লেখ্য, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে নওগাঁ জেলা প্রশাসক এই প্রতিযোগিতার আয়োজন করেন।
আত্রাই উপজেলা চেয়ারম্যানকে সম্মাননা প্রদান
আত্রাই :: নওগাঁর আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমানকে তাঁর কর্মতৎপরতা স্বীকৃতি স্বরুপ সম্মাননা প্রদান করা হয়েছে। উপজেলার পূর্ণিমা পল্লী উন্নয়ন সংস্থা নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এ সম্মাননা হিসেবে তাঁকে একটি ক্রেস্ট প্রদান করেন।
পরপর তিনবার নির্বাচিত আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান তাঁর কর্মতৎপরতায় উপজেলাকে দূর্নীতি, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্যবিয়ে মুক্ত করতে সচেষ্ট হওয়ায় আজ বুধবার উপজেলা পরিষদ কার্যালয়ে তাঁর হাতে এ ক্রেস্ট তুলে দেয়া হয়। এ সময় উপজেলা সমাজসেবা অফিসার মো. সাইফুল ইসলাম, পূর্ণিমা পল্লী উন্নয়ন সংস্থার পরিচালক এসএম হাসান সেন্টু, সাংবাদিক প্রভাষক রুহুল আমিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সম্মাননার জবাবে উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান বলেন, আত্রাইবাসীর উন্নয়নে আমার জীবনকে আমি উৎসর্গ করতে চাই।