বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে মাস্ক সচেতনতা ক্যােম্পেইন
বান্দরবানে মাস্ক সচেতনতা ক্যােম্পেইন
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে করোনা ভাইরাসের বিস্তার রোধ ও সচেতনতার লক্ষে “আপনার মাস্ক কোথাই” এই প্রতিপাদ্য নিয়ে মাস্ক বিতরণ ও সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ১২ নভেম্বর সাড়ে ১০ টায় ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এর উদ্যোগে সারাদেশর মত বান্দরবানেও ভলান্টিয়াররা মাস্ক বিতরণ ও সচেতনতা নিয়ে প্রচারণা চালিয়েছেন।
সচেতনতা প্রচারণায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পথচারী জনসাধারণকে মাস্ক পড়িয়ে দেন বান্দরবানের পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী। এতে সকাল সাড়ে ১০ টা থেকে ভলান্টিয়াররা দুপুর ১ টা পর্যন্ত বান্দরবান শহরের মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন অলিগলিতে কয়েক শত পথচারীকে মাস্ক পরিয়ে দেওয়া হয়। এসময় ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর সদস্য আব্দুল্লাহ আল ফায়সাল এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, বান্দরবান সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: মেহজাবিন হক, ভলান্টিয়ার মিলি প্রু মারমা, এএ প্রু মারমা ও অভি প্রমুখ।
এতে সচেতনতা প্রচারণায় ভলান্টিয়ারদের মাঝে ফুড স্পন্সর করেছেন বান্দরবান মালাই ফুডস।
ভলান্টিয়ারা জানান, বাংলাদেশ (ভিবিডি) জাগো ফাউন্ডেশন ইয়ুথ ডেভেলপমেন্ট পোগ্রামের একটি অলাভজনক নেটওয়ার্ক থেকে তরুণ ও যুবসমাজ স্বেচ্ছাসেবার মাধ্যমে সকলকে সামাজিক সচেতনতা ও দায়বদ্ধতার বার্তা প্রেরণ করে এবং প্রত্যেকের মূল্যবোধের পরিবর্তনের জন্য তারা কাজ করে। এরই ধারাবাহিকতায় সারাদেশে ৮টি বিভাগে ৩৫ হাজারেরও বেশি ভলান্টিয়ার নিয়ে দেশের জাতীয় সমস্যা, সম্ভাবনা, যেকোনো দূর্যোগ, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ইত্যাদি নিয়ে তারা কাজ করে যাচ্ছেন।