শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ফ্রান্সে মহানবী এর ব্যঙ্গচিত্র, আলীকদমে মুসল্লিদের বিক্ষোভ সমাবেশ
ফ্রান্সে মহানবী এর ব্যঙ্গচিত্র, আলীকদমে মুসল্লিদের বিক্ষোভ সমাবেশ
হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী সা. এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে আলীকদমে সম্মিলিত মুসল্লি পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার ১৩ নভেম্বর জুমার নামাজের পর আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আলীকদম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিবাদ সমাবেশে যোগ দান করে। এতে সভাপতিত্ব করেন আলীকদম ফয়জুল উলুম মাদরাসার সুপার মো. শামসুল হুদা ছিদ্দিকি।
এর আগে আলীকদম কেন্দ্রীয় জামে মসজিদ, উপজেলা জামে মসজিদ নয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, বাগান পাড়া জামে মসজিদ, রোয়াম্ভু জামে মসজিদ, বাবু পাড়া জামে মসজিদ, পান বাজার জামে মসজিদসহ উপজেলা প্রায় ৫০টিরও বেশি জামে মসজিদ থেকে মিছিলে মিছিলে সমাবেশ স্থলে যোগ দয়ে মুসল্লিরা। এছাড়াও বিভিন্ন সমাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সমাবেশে অংশগ্রহণ করেন। সমাবেশের শুরুতে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মেক্রোঁ’র ছবিতে আনুষ্ঠানিকভাবে জুতো নিক্ষেপ করা হয়। বিক্ষোভ সমাবেশে মানুষের পদভারে আলীকদমের রাজপথ প্রকম্পিত হয়ে উঠে।
এসময় বক্তারা রাষ্ট্রীয় ভাবে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা, ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছেদ করা, ফ্রান্সের দূতাবাস প্রতাহার করা ও ফ্রান্সের পণ্য ব্যবহার আইন করে নিষিদ্ধ করা সহ বিভিন্ন প্রস্তাব পেশ করেন। ফ্রান্সের রাস্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সর্বকালের শ্রেষ্ঠ মানব মুসলমানদের হৃদয়ের স্পন্দন হযরত মুহাম্মদ স. ব্যঙ্গচিত্র প্রদর্শনকারী ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার হুশিয়ারি দেন মুসল্লিরা। তারা আরো বলেন, হযরত মুহাম্মদ সা.কে মুসলমানরা তাদের জীবন থেকেও বেশি ভালোবাসেন। বিশ্ব নবীর অবমাননা মুসলমানরা কোন অবস্থাতেই বরদাশত করবে না। ফ্রান্স সরকার বিশ্বনবীর ব্যঙ্গচিত্র প্রকাশের মাধ্যমে চরম দৃস্টতা দেখিয়েছে তা কোন অবস্থাতেই মার্জনীয় নয়। ইমানুয়েল ম্যাক্রোঁ বিশ্ব মুসলিমের কাছে ক্ষমা না চাইলে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। ক্ষমা না চাওয়া পর্যন্ত ফ্রান্সের সাথে সরকারেকে সকল প্রকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন এবং পণ্য আমদানি বন্ধ করার জন্য উদাত্ত আহ্বান জানান।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, আলীকদম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন বিএসসি, আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাছির উদ্দিন, সাবেক চেয়ারম্যান মো. জামাল উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, মো. রিটন, উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার জিহাদ চৌধুরী, সাংবাদিক এসএম ইসলামইল হাসান, উপজেলা যুবলীগের সাবেক সহ সভাপতি নুরুল আলম, ওলামা লীগের সভাপতি বেলাল উদ্দিন সিরাজী, মুফতি মো. আইয়ুব আলী, মাওঃ আব্দুল হক ও মাওঃ আবুল কালাম প্রমূখ।