শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ » ঘোড়াঘাটে ১৬২ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার-৩
ঘোড়াঘাটে ১৬২ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার-৩
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ভারতীয় আমদানি নিষিদ্ধ ১৬২ বোতল ফেন্সিডিল সহ একটি ট্রাক জব্দ ও ৩ জনকে গ্রেফতার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, দিনাজপুর জেলার চিরিরবন্দর নারিয়াটেকর কাউগা এলাকার মোহাম্মদ আলীর ছেলে ট্রাক ড্রাইভার রবিউল ইসলাম (৩৪), একই এলাকার মৃত নুরুজ্জামানের ছেলে বিল্লাল হোসেন (৩২) ও এন্তাজ আলীর ছেলে এনামুল (১৮)।
জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত ২ টায় উপজেলার রানিগঞ্জ বাজার এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কে রাত্রিকালীন ডিউটির সময় চেকপোস্টের মাধ্যমে সাব-ইন্সপেক্টর আব্দুস সোবহান সঙ্গীয় ফোর্সসহ দ্রুত গতিতে একটি মাল বোঝাই ট্রাক থামানোর সিগনাল দিলে উক্ত ট্রাকটি যাহার রেজিঃ নং- ঢাকা মেট্রো-ট- ১৩-১২৭৬ থামিয়ে আসামীগন পালানোর চেষ্টা করলে চালকসহ ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদের পর তাদের বর্ণিত তথ্যর ভিত্তিতে উক্ত ট্রাকে তল্লাশি করে ড্রাইভারের সিটের পেছনে থাকা কেবিনে একটি চটের বস্তায় ১৬২ আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল মাল বোঝাই ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
এ তথ্য নিশ্চিত করে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আজ ১৩ নভেম্বর শুক্রবার দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।