শনিবার ● ১৪ নভেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » হরিণা লুম্বিনী বন বিহারে ১৫তম দানোত্তম কঠিন চীবরদান সম্পন্ন
হরিণা লুম্বিনী বন বিহারে ১৫তম দানোত্তম কঠিন চীবরদান সম্পন্ন
স্টাফ রিপোর্টার :: আজ শনিবার ১৪ নভেম্বর স্বাস্থ্য বিধি মেনে রাঙামাটির বরকল উপজেলায় হরিণা লুম্বিনী বন বিহারে দিন ব্যাপি যথাযোগ্য মর্যাদায় ১৫তম শুভ দানোত্তম কঠিন চীবর দান পালিত হয়েছে।
বৌদ্ধ ধর্মালম্ভীদের এই কঠিন চীবর দানটি প্রধান ধর্মীয় উৎসব হিসেবে গণ্য করা হয়।
গতকাল শুক্রবার ১৩ নভেম্বর তারিখে ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ও ছোট হরিণা জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ ইমরুজ্জামান সাইফ, পিএসসি ইঞ্জিনিয়ার,হরিণা লুম্বিনী বন বিহার পরিচালনা কমিটির নিকট দশ হাজার টাকা অনুদান হিসেবে প্রদান করেন।
ছোট হরিণা জোনের প্রতি বিহার পরিচালনা কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
প্রতি বছরের ন্যায় এই বছরও দানোত্তম কঠিন চীবর দানটি আয়োজন করা হয়। বৌদ্ধ ধর্মালম্ভীদের এই অনুষ্ঠানটি বছরে একবার আয়োজন করা হয়। ভিক্ষুদের তিমমাস বর্ষাবাস যাপন শেষে পর্যায় ক্রমে বিহারগুলোতে কঠিন চীবরদান আয়োজন করে থাকেন।
দায়ক শরৎ কুমার চাকমার উপস্থাপনায় ও দায়ক প্রভাত চন্দ্র চাকমার পঞ্চশীল প্রার্থনায় সকালের পর্বটি শুরু করা হয়। সকালে পর্বের অনুষ্ঠানে আইমাছড়া বন বিহারের অধ্যক্ষ জ্যোতিপাল ভিক্ষু ও রাজবন বিহারে অবস্থানরত মেত্তাবংশ ভিক্ষু ধর্ম দেশনা প্রদান করেন।
এ অনুষ্ঠানে বিভিন্ন বিহারের ভিক্ষু- শ্রমণবৃন্দ উপস্থিত ছিলেন।
সকালের পর্ব শেষে দ্বিতীয় পর্বটি দুপর দেড়টার সময় শুরু করা হয়।
এ পূর্বে বুদ্ধমূর্তি দান, সংঘ দান, অষ্টপরিষ্কার দান, চীবর দান, হাজার বাতি দান ও নানাবিধ দান। বিকালের পর্বে শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন রিতা চাকমা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুম্বিনী বন বিহার পরিচালনা কমিটির সভাপতি বিপিন চন্দ্র চাকমা। এসময় স্থানীয় জনপ্রতিনিধিগণ এবং দায়ক-দায়িকারা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য রাখেন লুম্বিনী বন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রভাত চন্দ্র চাকমা।
শুভ দানোত্তম কঠিন চীবর দান উৎসবে বিশ্ব শান্তি কল্যাণ কামনায় স্বধর্ম দেশনা প্রদান করেন শ্রীমৎ কল্যাণমিত্র মহাস্থবির , সুধর্মানন্দ মহাস্থবির ও লুম্বিনী বন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ লোকানন্দ মহাস্থবির।