সোমবার ● ২২ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
কাউখালী প্রতিনিধি :: রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলায় ২১ ফেব্রুয়ারী রবিবার রাত ১২টা ১ মিনিটে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন ও উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে কাউখালী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্প মাল্য অর্পৃন করা হয়৷
প্রথমে কাউখালী উপজেলা পরিষদের পক্ষে এর পরে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ আওয়ামীলীগ কাউখালী উপজেলা শাখার ও তার অংগ সংগঠনের পক্ষে,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি),জাতীয় পার্টি , কাউখালী উপজেলা প্রেস ক্লাব এছাড়া কাউখালী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কাউখালী কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানানো হয়৷
পরে কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে কাউখালী উপজেলা অফিসার্স ক্লাবে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস-২০১৬ উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মিসেস আফিয়া আখতারের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম চৌধুরী ৷ বিশেষ অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এ্যানি চাকমা, ভাইস চেয়ারম্যান মংসুইউ চৌধুরী, উপজেলা কৃষি অফিসার মোঃ সফিকুল ইসলাম, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল করিম, উপজেলা প্রাণী সম্পদ অফিসার মোঃ মইনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিআরডিবি’র অফিসার মোঃ ওয়ালী উল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরিনয় চাকমা, কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদের, উপজেলা খাদ্য অফিসার মিসেস রিপু চাকমা, উপজেলা প্রেস ক্লাব সভাপতি মোঃ আরিফুল হক মাহবুব, সহ সভাপতি মোঃ ওমর ফারুক,সংবাদ কর্মী মোঃ জয়নাল আবেদীন, মোঃ মেহেদী হাসান সোহাগ৷
আলোচনা শেষে এক সাংস্কৃতিক ও চিত্রংকন প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ প্রধান অতিথি সাংস্কৃতিক ও চিত্রংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করেন।
কাউখালীতে ছাত্রলীগের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
কাউখালী প্রতিনিধি :: ‘সারা স্বদেশের আন্দোলনের মৃত্যুঞ্জয়ী নাম,স্বদেশ গড়ার শপথে দীপ্ত আমাদের সংগ্রাম’ এই প্রত্যয় নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ কাউখালী উপজেলা শাখার উদ্যোগে ২১ ফেব্রুয়ারী রবিবার বিকাল ২টায় বেতবুনিয়া উপস্বাস্থ্য কেন্দ্র চত্বরে মহান আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস উপলক্ষে আয়োজিত সৃজনশীল প্রতিযোগিতার পুরুস্কার বিতরনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
বাংলাদেশ ছাত্রলীগ কাউখালী উপজেলা শাখার সভাপতি আতু মং আতু’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কাউখালী উপজেলা শাখার সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুই প্রম্ন চৌধুরী৷
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ উপজেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক ও ১ নং বেতবুনিয়া মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সামশুদ্দোহা চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ক্যাসি মং মারমা, যুবলীগ উপজেলা শাখার সভাপতি অংক্যজ চৌধুরী, যুবলীগ উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, সাবেক ছাত্রলীগ সভাপতি মোঃ আলী হায়দার সিদ্দিকী, আওয়ামীলীগ বেতবুনিয়া ইউনিয়ন শাখার সভাপতি ঠিকাদার মোঃ মনির হোসেন প্রমুখ ৷ অনুষ্ঠানে অন্যান্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেম্বার মোঃ হেলাল উদ্দিন, ছাত্রলীগ নেতা মোঃ সালাহ উদ্দিন হামিদ(মন্জু), যুবলীগ নেতা মোঃ গিয়াস উদ্দিন, আলোচনা সভা শেষে কাউখালী উপজেলার বিভিন্ন বিদ্যালয়, মাদ্রসা, কলেজের ছাত্র, ছাত্রীদের অংশ গ্রহনে এক সৃজনশীল প্রতিযোগিতার আয়োজন করা হয়৷ অংশগ্রহনকারীদের মধ্যে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন ৷
অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রলীগ কাউখালী উপজেলা শাখার সাধারন সম্পাদক
সজিব দত্ত ৷