মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আইটিএসসি কেন্দ্রীয় কমিটির সম্পাদক হলেন রাঙামাটির নান্টু চাকমা
আইটিএসসি কেন্দ্রীয় কমিটির সম্পাদক হলেন রাঙামাটির নান্টু চাকমা
ষ্টাফ রিপোর্টার :: বাংলাদেশে পর্যটন শিল্পে সর্ববৃহৎ এবং প্রথম ছাত্র সংগঠন ইন্টারন্যাশনাল ট্যুরিজম স্টুডেন্ট কনফেডারেশন (আইটিএসসি) এর সদ্য নতুন কমিটিতে সাধারণ সম্পাদক নিবার্চিত হলেন ইউরোপীয়ান ইউনির্ভাসিটির অব বাংলাদেশ ছাত্র নান্টু চাকমা ।
গতকাল সোমবার (১৬ নভেম্বর) আইটিএসসি’র প্রদান উপদেষ্টা বদরুজ্জামান ভূইঁয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২০২০-২০২২ মেয়াদে ২২ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির অনুমোদন হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন লায়ন শুভ্র হালদার এবং সাধারণ সম্পাদক নান্টু চাকমা। কমিটিতে ইউরোপীয়ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নান্টু চাকমা কে কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
নান্টু চাকমা তার বাবা-মায়ের ২য় পুত্র সন্তান। ছোট বেলা থেকে ভ্রমণ পিপাসু ছিলেন সোহেল। ভূবন জয় সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও রাঙামাটি সরকারি কলেজ থেকে এইচএসসি শেষ করে টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয় নিয়ে ইউরোপীয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ তে ভর্তি হন তিনি। সেখান থেকে ট্যুরিজমের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনে নিজেকে মনোনিবেশ করেন।
পর্যটনের বিকাশের লক্ষ্যে ট্যুরিজমে অধ্যয়নরত শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কাজ করার কথা ব্যক্ত করেন এবং সকলের দোয়া চেয়েছেন নতুন সংগঠনের নিবার্চিত সাধারন সম্পাদক ।
উল্লেখ্য, তৃতীয় মেয়াদে ১২ টি প্রতিষ্ঠান কেন্দ্রীয় কমিটির প্রতিনিধিত্ব করবে। তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়, পাঁচটি প্রাইভেট বিশ্ববিদ্যায় এবং চারটি কলেজ থেকে মোট ২২ জন সদস্য কেন্দ্রীয় কমিটিতে জায়গা করে নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২ জন, আইইউবিএটি থেকে থেকে ৩ জন, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ২ জন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ৩ জন, ইউরোপীয়ান ইউনিভার্সিটি থেকে ৩ জন।