মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় নানিয়াচর গণহত্যার ২৭ বছর উপলক্ষে স্মরণসভা পালিত
মাটিরাঙ্গায় নানিয়াচর গণহত্যার ২৭ বছর উপলক্ষে স্মরণসভা পালিত
সংবাদ বিজ্ঞপ্তি :: আজ ১৭ নভেম্বর মঙ্গলবার “সহস্র শোক জ্বেলে দিক, প্রতিবাদের অগ্নিমশাল” এই স্লোগানকে সামনে রেখে নানিয়াচর গণহত্যার ২৭ বছর উপলক্ষে স্মরণসভা করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলা কমিটি।
পাহাড়ি ছাত্র পরিষদ মাটিরাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাজু ত্রিপুরার সঞ্চালনায় স্মরণসভার সভাপতিত্ব করেন পাহাড়ি ছাত্র পরিষদ মাটিরাঙ্গা উপজেলা কমিটির সহ সভাপতি অনিমেষ চাকমা।
মঙ্গলবার সকাল ১১ টা অনুষ্ঠিত স্মরণসভায় শুরুর আগে নানিয়ারচর গণহত্যাসহ এযাবৎকালে পার্বত্য চট্টগ্রামে ঘটিত সকল গণহত্যা এবং জুম্ম জাতির অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আত্মবলিদানে শহিদের স্মরণে শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
বক্তব্য রাখেন, পাহাড়ি ছাত্র পরিষদ গুইমারা উপজেলা কমিটির সহ-সভাপতি শান্তি রতন চাকমা, লক্ষীছড়ি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মিঠুন চাকমা, মাটিরাঙ্গা উপজেলা গণতান্ত্রিক যুব ফোরামের শুভ চাকমা ও প্রতিনিধি তানিমং।
এসময় বক্তরা বলেন, ১৯৯৩ সালের আজকের এইদিনে সেটলার ও সেনাবাহিনী ছাত্র - জনতার উপর যে অন্যায়ভাবে ভাবে দিন দুপুরে গুলিবর্ষণ করে মানুষ হত্যা চালিয়েছে আমরা এর বিচার চাই। যারা পাহাড়িদের বাড়িতে লুটপাট চালিয়েছে সেই সেটলারদের শাস্তি চাই। কিন্তু পরিতাপের বিষয় সরকার চিহ্নিত সেই দৌসরদের, লুটেরাদের এখনো কোন সরকার বিচারের আওতায় আনেনি। পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী আজও সেই দমন পীড়ন, বর্বরতা ও অত্যাচার চালাচ্ছে।
পার্বত্য চট্টগ্রামের ইতিহাসকে বিকৃতি করে একটি মহল যে গভীর ষড়যন্ত্রে নেমেছে ছাত্র ও যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলে অধিকার প্রতিষ্ঠায় লড়াইয়ে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়।