সোমবার ● ২২ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » আন্তর্জাতিক » সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহের মা-ছেলে নিহত,বাবা মেয়ে আহত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহের মা-ছেলে নিহত,বাবা মেয়ে আহত
ঝিনাইদহ প্রতিনিধি :: সৌদি আরবে মার্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহের মা-ছেলে নিহত,বাবা-মেয়ে আহত হয়েছে৷ সৌদিপ্রবাসী সাইফুল ইসলাম শেখ ওমরাহ শেষে স্বপরিবারে মাইক্রোবাস যোগে শনিবার মক্কা থেকে রিয়াদের বাড়ী ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কবলিত হয়৷ নিহতরা হলেন, ঝিনাইদহ শহরের হামদহ শেখপাড়ার সৌদিপ্রবাসী সাইফুল ইসলাম শেখের স্ত্রী শিউলী বেগম (৩৫) ও তার ছেলে ঝিনাইদহ আলহেরা স্কুলের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র ওমর আল সাইম (১১)৷ দুর্ঘটনায় সাইফুল ইসলাম (৫০) ও তার মেয়ে আলহেরা স্কুলের নবম শ্রেনীর ছাত্রী শাম্মী আক্তার (১৪) আহত মারাত্মকভাবে আহত হয়ে সৌদি আরবের রিয়াদের একটি হাসপাতালে ভর্তি আছে বলে পরিবার জানান৷ শনিবার মোবাইল ফোনের মাধ্যমে এ খবর ঝিনাইদহের বাড়ীতে পৌছালে পরিবারটিতে নেমে আসে শোকের ছায়া৷ সাইফুল ইসলাম শেখের বড় মেয়ে সায়মা ইসলাম জানান, তারা দুই বোন এক ভাই৷ তার পিতা সাইফুল ইসলাম ২২ বছর আগে ঝিনাইদহ থেকে সৌদি আরবে যান৷ তিনি রিয়াদ শহরের সিপাই-সানাইয়া শহরের মদিনা প্রেট্রোল পাম্পের পাশে ওয়ার্কশপ এর ব্যবসা করতো ৷ গত ১৮ জানুয়ারি আমার ছোট ভাই,বোন ও মাকে নিয়ে ওমরাহ হজ্জ্ব সহ বেড়ানোর জন্যে ৬ মাসের সফরে সৌদি আরবে যান ৷ তারা ওমরাহ শেষে গতকাল শনিবার সকালে একটি মাইক্রোবাস যোগে মক্কা থেকে রিয়াদের বাড়ী ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন ৷ এতে ঘটনাস্থলেই মা ও ভাই মারা যায় এবং বোন ও পিতা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন৷ সায়মা আরো জানান, রবিবার সকাল ১১টার সময় তার পিতার সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছে ৷ তিনি জানিয়েছেন তার ছোট বোন সহ তিনি সুস্থ্য হতে এক সপ্তাহ লাগতে পারে৷ সুস্থ্য হওয়ার পরেই নিহত স্ত্রী-পুত্রের লাশ নিয়ে তিনি দেশে ফিরবেন ৷ সাইমা এখন তার মা ও ভাইয়ের লাশের অপেক্ষায় পথ চেয়ে রয়েছেন ৷
রবিবার সকালে ঝিনাইদহ শহরের হামদহ শেখপাড়ায় সাইফুল ইসলামের বাড়িতে গিয়ে দেখা যায় শোকের মাতম ৷ আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীও এ ঘটনায় শোকাহত হয়ে পড়েছে ৷ দেশে থাকা একমাত্র বড় মেয়েকে কোনভাবেই শান্তনা দিতে পারছে না প্রতিবেশীরা ৷ এ ব্যাপারে ঝিনাইাদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, সৌদি আরবে মার্মান্তিক সড়ক দুর্ঘটনার কোন খবর আমার জানা নেই ৷