সোমবার ● ২২ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » ঝিনাইদহে বিএসটিআই সনদ প্রাপ্তি পদ্ধতি বিষয়ক কর্মশালা
ঝিনাইদহে বিএসটিআই সনদ প্রাপ্তি পদ্ধতি বিষয়ক কর্মশালা
ঝিনাইদহ প্রতিনিধি ::(২২ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৭.০০মিঃ) ঝিনাইদহ পৌরসভার কে আহম্মদ কমিউনিটি সেন্টারে সোমবার বিএসটিআই সনদ প্রাপ্তি পদ্ধতি বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয় ৷ ঝিনাইদহ চেম্বারের সভাপতি মীর নাসিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রউফ মন্ডল, ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, বিএসটিআই এর খুলনার এডি মৃনাল কান্তি বিশ্বাস, এসএমই ফাউন্ডেশনের সহকারী ব্যাস্থাপক আবরি হোসেন, সাবেক অধ্যক্ষ তোবারক হোসেন, আসিফ মাহমুদ ও বেকারী মালিক সমিতির সভাপতি নাসিম উদ্দীন বক্তব্য রাখেন ৷ অনুষ্ঠান পরিচালনা করেন ঝিনাইদহ চেম্বারের পরিচালক হাফিজুর রহমান ৷ কর্মশালায় ঝিনাইদহ শহরের ভারি, মাঝারী ও ক্ষুদ্র শিল্প উদ্যোক্তরা অংশ গ্রহন করেন ৷